রাজনীতিরাজ্যের খবর

সিপিএম বলছে বিজেপিকে ভোট দাও, বিরোধীদের বোঝাপড়াকে নিশানা মমতার

Mamata vote campaigning on raiganj

The Truth of Bengal: দিল্লির লড়াই এবার চূড়ান্ত লড়াই। স্বাধীনতাও দেশরক্ষার বড় লড়াই। বাংলা কোনওভাবেই মাথা ঝোঁকাবে না। আবারও কেন্দ্রে সরকার বদলে নতুন সরকার গড়া হবে।রায়গঞ্জের ভোট প্রচারে গিয়ে বিজেপি হঠাওয়ের ডাক জোরদার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।ইন্ডিয়া জোটই যে বিজেপিকে হারিয়ে দেশের হাল ধরবে তা সোমবারের সভায় তুলে ধরেন তিনি।কিন্তু এই রাজ্যে কংগ্রেস-বাম  বিজেপির হাত ধরায় এই রাজ্যে দুইদলকে হারানো কতটা জরুরি তা ব্যাখা করেন মমতা। তিনি বলেন,কেরলে কংগ্রেস সিপিএমের লড়াই হচ্ছে। বাংলায় দোস্তি হচ্ছে।

জলপাইগুড়িতে সিপিএম বাড়ি বাড়ি গিয়ে বলেছে ভোট বিজেপিকে দাও।একইসঙ্গে তৃণমূল সুপ্রিমোর প্রশ্ন,‘‘বাংলায় কংগ্রেসের কী আছে? বিধানসভায় কোনও আসন নেই।ভোটের আগে তাঁদের বললাম তোমাদের দু’টো আসন দিচ্ছি।কিন্তু কংগ্রেস সেকথা শুনলো না।বিজেপিকে সুবিধা করে দিতে ভোট কাটাকুটি করতে নামল।সিপিএম আবার সরাসরি  বিজেপিকেই ভোট দিতে বলছে।তাই দুদলকে ভোট না দিয়ে বাংলার স্বার্থে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জয়ী করার আহ্বানও জানিয়েছেন বিজেপি বিরোধী শিবিরের নেত্রী।

Related Articles