রাজ্যের খবর
৩মাসের মধ্যে বিজেপিকে গুটিয়ে দেব,গেরুয়া শিবিরকে চ্যালেঞ্জ মমতার
Mamata vote campaign in murshidabad

The Truth of Bengal: দেশ বাঁচাতে বিজেপিকে হঠানো দরকার।কারণ, বিজেপি দেশের সম্পদ বেচে দিচ্ছে,দেশের সম্মান মাটিতে মিশিয়ে দিচ্ছে। তাই বিজেপিকে হঠানোর এবার শপথ নিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ ছোঁড়েন ৩মাসের মধ্যে বিজেপিকে গুটিয়ে দেব।বিজেপি বিরোধী শিবিরের নেত্রী অলআউট ফাইটের আওয়াজ তুললেন মুর্শিদাবাদের হরিহরপাড়ার সভা থেকে।
চড়া সুরে গেরুয়া শিবিরকে আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুর্শিদাবাদেই গদ্দার মীরজাফর বাংলাকে হারিয়ে দিয়েছিল। যারা প্রচুর টাকা করেছে তারাই বিজেপি করে। ওরাই ইডি সিবিআইকে ভয় পায়। তাই স্লোগান তুলতে হবে অলি গলি ম্যা শোর হ্যায় বিজেপি চোর হ্যায়।তাঁর তোপ, ১০ বছরে একটা কাজও করেনি বিজেপি।মোদি যদি আসে দেশে সংবিধান থাকবে না,গণতন্ত্র থাকবে না,ভোটও থাকবে না।এই লড়াই স্বাধীনতা সংগ্রামের দ্বিতীয় লড়াই।