উত্তরবঙ্গের বাগান শ্রমিকদের সঙ্গে মিশে গেলেন মমতা, দুটি পাতা একটি কুঁড়ির জীবনছন্দের কথা শুনলেন মুখ্যমন্ত্রী
Mamata mingled with the garden workers of North Bengal

The Truth of Bengal: উত্তরবঙ্গে গেলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চা বাগানের শ্রমিকদের খোঁজখবর নেন। মানুষের মাঝে থেকেই তিনি যাবতীয় সুখ খুঁজে পান। যাঁদের মন জলের মতো স্বচ্ছ,আকাশের মতো বড় হৃদয় তাঁদের মনের মানুষ হয়ে উঠতে প্রশাসনিক প্রধান কখনও কুন্ঠা করেন না।
নিরাপত্তার ঘেরাটোপ ছেড়ে বাগানের প্রাণকেন্দ্রে চলে যান।কথা বলেন বাগান শ্রমিকদের সঙ্গে।মেহনতি মানুষের রোজকার লড়াই,সুবিধা –অসুবিধার কথা মুখ্যমন্ত্রী মন দিয়ে শোনেন। ঘূর্ণিঝড় বিধ্বস্ত জলপাইগুড়ি সফরে গেলে মুখ্যমন্ত্রীকে জনসংযোগ করতে দেখা যায়।
আনন্দের ছন্দে যাঁরা এই চা বাগানের মাঝে জীবনকে গড়ে তুলছেন তাঁদের জীবিকায় নানা বাধা আসে। সংসার সামলে যাঁরা চায়ের আড্ডা জমিয়ে তোলেন তাঁদের সঙ্গে মিশে যাওয়ার জন্য বুধবার সময় বের করে এগিয়ে যান। চালসা চা বাগানে গিয়ে সহজ সরল মানুষগুলোর রোজকার লড়াইয়েরর খোঁজ নেন।হাসিমুখে বুঝিয়ে দেন,তাঁদের জীবনযুদ্ধের নিষ্ঠা,সততার সংগ্রামের পাশে রয়েছেন তিনি।আগামীদিনেও থাকতে চান।