রাজ্যের খবর

ডাকাতির আগেই ছক বানচাল! ধৃতদের থেকে উদ্ধার হাঁসুয়া, লঙ্কার গুড়ো

Malda News

The Truth of Bengal: বর্ষশেষের আগে মালদহের চাঁচোল থানা পুলিশের বড়সড় সাফল্য। গোপন সূত্রে ভিত্তিতে অভিযান চালিয়ে ৯ জনের ডাকাত দলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার মাঝরাতে বিহার সীমান্তবর্তী চাঁচলের মায়াপুরে একটি আমবাগানে অভিযান চালায় পুলিশ। বাকিয়া পালিয়ে গেলেও নয়জন খপ্পরে আসে।

ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে হাঁসুয়া, রড, দড়ি ও লঙ্কার গুড়ো। নয়জন ধৃতের মধ্যে রাহানুল আলি, মহম্মদ তৈয়ব, ফিরোজ আলম ও আলতাব হোসেন কুখ্যাত বলে পুলিশের দাবি। বৃহস্পতিবার সকলকেই আদালতে পেশ করা হয়েছে। তবে জিজ্ঞাসাবাদের জন্য এই চারজন কুখ্যাতকে সাতদিনের রিমান্ডের আবেদন করবে পুলিশ। পুলিসের দাবি তারা ডাকাতি করার উদ্দেশ্য নিয়েই সেখানো জড়ো হয়েছিল।

পুলিশের সাফল্য মিললেও এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। বাংলা বিহার সীমান্ত এলাকায় জোরদার নিরাপত্তা ব্যবস্থার দাবি উঠেছে। ধৃতরা মধ্যে আটজন  বিহার এলাকার বাসিন্দা ও একজন হাসিরুল হক উত্তর দিনাজপুরের রায়গঞ্জ এলাকার বাসিন্দা। উত্তর দিনাজপুর এলাকায় ডাকাতি করার ছক কষেছিল বলে পুলিশের অনুমান।

Free Access

Related Articles