রাজ্যের খবর

বীরভূমে পাথর ব্যবসায়ী খুনের ঘটনায় গ্রেফতার মূল শ্যুটার

Main shooter arrested in Birbhum stone trader murder case

Truth of Bengal: বীরভূমের রামপুরহাট থানার শালবাদরা এলাকার নিরষা গ্রামে আদিবাসী পাথর ব্যবসায়ী সুদীপ বাসকির শুট আউট করে খুনের ঘটনায় বড়সড় সাফল্য পেল পুলিশ। ঘটনার মূল অভিযুক্ত শ্যুটার সোনাতন মারিয়াকে গ্রেফতার করল রামপুরহাট থানার পুলিশ। ঝাড়খণ্ডের মহেশপুর এলাকা থেকে ধৃতকে গ্রেফতার করা হয়।  রবিবার সকালে তাকে রামপুরহাট মহাকুমা আদালতে পেশ করা হলে বিচারক ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

উল্লেখ্য, গত রবিবার সকাল প্রায় এগারোটা নাগাদ নিরষা গ্রামে একটি পেট্রোল পাম্প সংলগ্ন দোকানে বসে ছিলেন সুলুঙ্গা গ্রামের পাথর ব্যবসায়ী সুদীপ বাসকি। সেই সময় দুষ্কৃতীরা সেখানে এসে তাঁকে লক্ষ্য করে একাধিক গুলি চালায়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে মৃত্যু হয় ওই আদিবাসী ব্যবসায়ীর। স্থানীয়দের আতঙ্কিত করে ঘটে যাওয়া শুট আউটের ঘটনা।

খুনের ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই চারজন অভিযুক্তকে আগেই গ্রেফতার করেছিল। এদের জিজ্ঞাসাবাদে উঠে আসে মূল শ্যুটার সোনাতন মারিয়ার নাম। তার খোঁজে পুলিশ একাধিক জায়গায় হানা দেয় এবং অবশেষে ঝাড়খণ্ডের মহেশপুর থেকে তাকে গ্রেফতার করে। পুলিশের প্রাথমিক অনুমান, পাথর ব্যবসা সংক্রান্ত বিবাদ থেকেই এই খুনের ঘটনা।

এই ঘটনায় এখন পর্যন্ত মোট ৫ জনকে গ্রেফতার করেছে রামপুরহাট থানার পুলিশ। ধৃতদের মধ্যে কেউ পাথর ব্যবসার সঙ্গে যুক্ত, আবার কেউ আবার পরিকল্পনা ও পালানোর ব্যবস্থা করেছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে।

ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা দ্রুত বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। স্থানীয় প্রশাসন ও পুলিশের উপরও চাপ বেড়েছে এই ঘটনা নিয়ে।

পুলিশ জানিয়েছে, এই খুনের পেছনে আরো কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। খুনের পেছনে কোনও বড় চক্র কাজ করেছে কিনা তাও খতিয়ে দেখছে তারা। এই মুহূর্তে তদন্ত চলছে সবদিক বিবেচনায় রেখে।

পুলিশের হাতে মূল শ্যুটার ধরা পড়ায় তদন্তে গতি আসবে বলেই মনে করছেন তদন্তকারীরা। পাশাপাশি, এই ধরনের অপরাধ যাতে ভবিষ্যতে না ঘটে, সে বিষয়েও কড়া পদক্ষেপের দাবি তুলছেন সাধারণ মানুষ।

 

Related Articles