
Truth Of Bengal: আলিপুরদুয়ার : পাহাড়বাসীর জন্য সুখবর। দীর্ঘ প্রায় আট মাস বন্ধ থাকার পর অবশেষে খুলে যাচ্ছে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের মহুয়া চা বাগান। শুক্রবার থেকে খুলে যাচ্ছে ডুয়ার্সের মহুয়া চা বাগান। তাতে খানিক স্বস্তি পেয়েছেন চা শ্রমিকেরা।
মহুয়া চা বাগানে পূর্বের মালিকই দায়িত্বে থাকছে। মালিকানা পরিবর্তন হচ্ছেনা। গত সপ্তাহের মঙ্গলবার সন্ধ্যায় শিলিগুড়ি শ্রমিক ভবনে ত্রিপাক্ষিক বৈঠকে ফের এই চা বাগান খোলার সিদ্ধান্ত গৃহীত হয়। বাগান খোলার একদিন পূর্বে অর্থাৎ বৃহস্পতিবার বাগান কতৃপক্ষ মহুয়া চা বাগানের শ্রমিকদের ২০২৩-২৪ বর্ষের বকেয়া বোনাস প্রদান করবে। ১৬% হারে বোনাস প্রদান করা হবে। এছাড়া বকেয়া যে বেতন ছিল তা প্রদান করা হবে।
উল্লেখ্য, দীর্ঘ আট মাস বাদে বাগান খুলে যাওয়ায় খুশি মহুয়া চা বাগানে কর্মরত ১৫১ জন শ্রমিক। এই প্রসঙ্গে আলিপুরদুয়ার ডেপুটি শ্রম আধিকারিক গোপাল বিশ্বাস জানিয়েছেন, “আশা করছি চা বাগানটি নিজের পুরোনো গরিমা ফিরে পাবে । সুষ্ঠুভাবে কাজ চলবে।পাশাপাশি, অন্য বন্ধ বাগান খোলারও চেষ্টা করছি আমরা।‘ এখান থেকেই স্পষ্ট যে, আবার পাহাড়ে খুলতে চলেছে বন্ধ হয়ে যাওয়া একাধিক চা বাগান।