মাহেশে চন্দন যাত্রা, হাজারো ভক্তের ভিড়ে মন্দির প্রাঙ্গণ মুখর
Mahesh Chandan Yatra, temple premises filled with thousands of devotees

Truth of Bengal:তরুণ মুখোপাধ্যায়,হুগলি: হুগলি জেলার মাহেশের ঐতিহাসিক জগন্নাথ দেবের মন্দিরে বুধবার অনুষ্ঠিত হলো চন্দন যাত্রার অনুষ্ঠান, যা অক্ষয় তৃতীয়ার দিন বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হয়। ৬২৯ বছরের পুরনো এই মন্দিরে সকাল ৪:৩০টা থেকে মঙ্গল আরতির মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। ভোরে হাজার হাজার ভক্ত প্রভু জগন্নাথ, বলরাম এবং মা সুভদ্রাকে মঙ্গল আরতি ও আশীর্বাদ গ্রহণ করতে মন্দিরে উপস্থিত হন।
এরপর সকাল ৬টা থেকে শুরু হয় চন্দন বাটা অনুষ্ঠান, যেখানে নারী ভক্তরা প্রভুর মাথায় চন্দন লেপন করতে আসেন। চন্দন যাত্রার পর্বের সন্ধিক্ষণে, সকাল ১১টার সময়, গর্ভগৃহে গিয়ে প্রভু জগন্নাথ, বলরাম ও মা সুভদ্রার মাথায় ও দেহে চন্দন প্রলেপ দেওয়া হয়। এই অনুষ্ঠানে বহু ভক্ত সমবেত হন।
জগন্নাথ দেবের ট্রাস্টি বোর্ডের সম্পাদক পিয়াল অধিকারী জানান, এই অনুষ্ঠান বৈশাখ মাসের শুক্লপক্ষে অক্ষয় তৃতীয়ার দিনে পালিত হয়। তিনি বলেন, কিংবদন্তি অনুযায়ী, রাজা ইন্দ্রঘ্নকে স্বপ্নাদেশ দিয়ে প্রভু জগন্নাথ জানান, গ্রীষ্মের দাবদাহ থেকে মুক্তি পেতে তাঁর মাথায় চন্দন প্রলেপ দিতে হবে। এভাবেই যুগ যুগ ধরে চন্দন যাত্রা পালিত হয়ে আসছে।
এই চন্দন যাত্রা ৪২ দিন ধরে চলবে, প্রতিদিন প্রভুর মাথায় এবং দেহে চন্দন প্রলেপ দেওয়া হবে। ১১ই জুন, চন্দন যাত্রার শেষে স্নানযাত্রা অনুষ্ঠিত হবে।