মহারাষ্ট্রের শাহপুরে ক্রেন ভেঙে মৃত্যু ১৬ জনের! নিহত ২ বাংলার শ্রমিক
Maharastra Crane Collapse

The Truth of Bengal: মহারাষ্ট্রের থানের শাহপুরে তহশিলের সরলামবে গ্রামের কাছে একটি সেতুর গার্ডার বসানোর কাজ চলছিল। ভিনরাজ্যের শ্রমিক, ইঞ্জিনিয়ারদের সঙ্গে নির্মাণ সংস্থার অধীনে কাজ করতেন জলপাইগুড়ির দুই শ্রমিক। সেখানেই, মঙ্গলবার আচমকা ক্রেন ভেঙে। ঘটনাস্থলেই মারা যান ১৬ জন শ্রমিক। সেই তালিকায় রয়েছেন জলপাইগুড়ির দুই শ্রমিক গণেশ ও প্রদীপ রায়।
দুজনেই জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের ঝাড়আলতা ১ গ্ৰাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা ছিলেন। নিহত গণেশ রায় থাকতেন পশ্চিম ডাউকিমারী এলাকায় এবং প্রদীপ রায় থাকতেন উত্তর কাঠুলিয়া এলাকায়। একটি নির্মাণ সংস্থার হয়ে কাজ করতে ছমাস আগেই ভিন রাজ্যের পাড়ি দিয়েছিলেন গণেশ। মঙ্গলবার সকালে তাঁর মৃত্যুর খবর এসে পৌঁছলে, শোকের ছায়া নামে পরিবার ও এলাকায়।
পারিবারিক সূত্রে জানা গিয়েছে, গণেশের মা ও স্ত্রী ছাড়াও দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য ছিলেন গণেশ। অন্যদিকে প্রদীপ রায়ের বাড়ির সদস্যরা এখনও মৃত্যুর খবর পাননি। স্থানীয় সূত্রে জানা গেছে বেশ কয়েক বছর ধরেই প্রদীপ ভিন রাজ্যে কাজ করেন। দুমাস আগেই তিনি নতুন কাজে যোগ দিয়েছিলেন। প্রদীপ রায়েরও দুই ছেলে ও স্ত্রী রয়েছে।