সমাজে মাফিয়াদের কোন জায়গা নেই, মালদার সভা থেকে বার্তা মমতার
Mafia has no place in society, says Mamata from Malda rally

Truth Of Bengal: সমাজে মাফিয়াদের কোন জায়গা নেই, মালদায় গিয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় নেতা দুলাল সরকারের খুন হওয়া নিয়ে দুষ্কৃতী দমনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। জেলা পুলিশ প্রশাসনকে বার্তা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন দুলাল সরকারের প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন তিনি। দুলাল সরকারের স্ত্রী চৈতালি সরকার অসম্পূর্ণ কাজ সম্পন্ন করবেন বলে এদিন সভায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
সমাজে মাফিয়াদের কোন জায়গা নেই, মালদার সভা থেকে বার্তা মমতার pic.twitter.com/7Djo93NukT
— TOB DIGITAL (@DigitalTob) January 21, 2025
সোমবার মালদায় পৌঁছে সন্ধ্যায় দুলাল সরকারের বাড়িতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলেন তাঁর স্ত্রীর সঙ্গে। সেখানেই কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার মালদার প্রশাসনিক সভা থেকেও এই ইস্যুতে সরব হন। মুখ্যমন্ত্রী বলেন দুলাল আমার সহকর্মী ছিলেন। যেসব মাফিয়ারা দাপট দেখানোর চেষ্টা করছে তাদের করা হাতে মোকাবিলা করা হবে। মুখ্যমন্ত্রী বলেন বাংলায় মাফিয়াদের কোন জায়গা নেই।
সমাজে মাফিয়াদের কোন জায়গা নেই। বাবলা অসম্পূর্ণ কাজ সম্পন্ন করবে চৈতালি। বাবলা সরকার খুন হওয়ার পর থেকেই করা মনোভাব দেখিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশকে কড়া বার্তা দিয়েছিলেন। রাজনীতির রং না দেখে পুলিশ যাতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে সেই নির্দেশ দিয়েছিলেন। তৃণমূলের শহর-সভাপতি এই খুনের ঘটনায় আগেই গ্রেফতার হয়েছে। এর পেছনে কোন বড় মাথা থাকলে রেয়াত করা হবে না জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।