রাজ্যের খবর

ট্রেনের ছাদে উঠে রিলস বানাতে গিয়ে মৃত্যু মাধ্যমিক পরীক্ষার্থীর

Madhyamik examinee dies while climbing on train roof to make reels

Truth Of Bengal: ট্রেনের ছাদে উঠে রিলস বানাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় এক ছাত্রের। এ বছরের মাধ্যমিক পরীক্ষার্থী জিসান চৌধুরী ট্রেনে ছাদে উঠে পড়েছিল রিলস বানানোর জন্য। মাথায় ছিল হাই ভোল্টের বিদ্যুতের তার। ছাদে ওঠা মাত্রই বিদ্যুৎপৃষ্ট হয় ওই ছাত্র। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ছেলেটির। এমনই ঘটনা ঘটেছে, পূর্ব বর্ধমান জেলায়।

কেতুগ্রামের কাছে কান্দরা রেলস্টেশনে এই ঘটনা ঘটে। ঘটনায় হতচকিয়ে যান স্টেশনের যাত্রীরা। মৃতের বাড়ি কেতুগ্রামের খাজি গ্রামে। এর আগেও বহুবার রিলস বানাতে গিয়ে এ ধরনের দুর্ঘটনা ঘটেছে। কখনো ট্রেনে ছাদে উঠে বা কখনো রেললাইনে দাঁড়িয়ে রিলস বানাতে গিয়ে মৃত্যু হয়েছে অনেকের। রেললাইনে যখন রিল বানানোর সময় চলন্ত ট্রেন কেটে দিয়ে যায় এরকম ঘটনা সারা দেশে ভুরি ভুরি।

এবার ট্রেনের ছাদে উঠে রিলস বানাতে গিয়ে মৃত্যু হল। যা এর আগেও বহু জায়গায় ঘটেছে। তবুও সচেতনতা আসেনি। আর তাই আবারও রিলস বানাতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়তে হল এক কিশোরকে। জানা গিয়েছে দুই বন্ধু মিলে রিলস বানাতে গিয়েছিল। সেই সময় এক বন্ধু ট্রেনের ছাদে উঠে পড়ে। আর তখনই ঘটে বিপত্তি। বিকট শব্দে ছিটকে যায় ওই পড়ুয়া। এরপর নিচে পড়ে যায় সে। জানা গিয়েছে প্রত্যক্ষদর্শীরা বারবার বারণ করেছিল ওই পড়ুয়াকে ট্রেনের ছাদে উঠতে। তার সঙ্গে আসা বন্ধুটিও নিষেধ করেছিল। কারোর কথা না শুনে হঠাৎ ট্রেনে ছাদে উঠে পড়তেই বিকট শব্দে ছিটকে পরে এসে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

Related Articles