বর্ধমান পুলিশলাইন বাজারে শুরু হল আরও একটি মা ক্যান্টিন, ৫ টাকায় পেট পুরে খাবারের আয়োজন
পুরসভার পরিচালনায় বর্ধমান শহর এলাকায় চালু করা হয়েছে। ইতিমধ্যেই পুরসভার উদ্যোগে ৩ টি মা ক্যান্টিন খোলা হয়েছে

The Truth of Bengal: বর্ধমান পুরসভার উদ্যোগে আরও একটি মা ক্যান্টিনের উদ্বোধন হল পুলিশলাইন বাজারের সামনে। মাত্র ৫ টাকায় পেট ভরে ভাত, ডাল, সবজি, ডিম খাবারের বন্দোবস্ত করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্প গুলির মধ্যে এটিও একটি জনমুখী প্রকল্প যেটি বর্ধমান পুরসভার পরিচালনায় বর্ধমান শহর এলাকায় চালু করা হয়েছে। ইতিমধ্যেই পুরসভার উদ্যোগে ৩ টি মা ক্যান্টিন খোলা হয়েছে।
রবিবার পুলিশ লাইন বাজারে নতুন আরও একটি মা ক্যান্টিনের উদ্বোধন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, মন্ত্রী স্বপন দেবনাথ, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, পুর প্রধান পরেশ চন্দ্র সরকার, সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, এছাড়াও অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলরেরা।
জনমুখী প্রকল্প মা ক্যান্টিন চালু হওয়ার পর বহু মানুষ উপকৃত হয়েছেন। এবং আগামী দিনেও বহু পথচলতি মানুষ উপকৃত হবেন। এইরকম মধ্যাহ্ন ভোজনের আয়োজন অনেক সাধারণ মানুষের কাছে বেশ প্রশংসনীয় হয়ে উঠছে। প্রতিদিন দুপুর ১ টা থেকে ২ টো পর্যন্ত এই ব্যবস্থা চালু থাকবে।