নিম্নচাপের ভ্রুকুটি, সুন্দরবনের মৎস্যজীবীদের ৫ দিন সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা
Low pressure frowns, Sundarban fishermen banned from going to sea for 5 days

The Truth Of Bengal,জাহেদ মিস্ত্রী,দক্ষিণ চব্বিশ পরগনা: “কথায় বলে মড়ার উপর খাঁড়ার ঘা, কারোর পৌষ মাস তো কারো সর্বনাশ”। যখন বৃষ্টিরও ভাবে চাষবাস হচ্ছে না, এলাকার মানুষ চাইছে বৃষ্টি হোক, আর্থিক তখনই প্রাকৃতিক বিপর্যয়ের কথা জানানো আবহাওয়া দপ্তর রাঙ্গা পশ্চিমবঙ্গের আগামীকাল থেকে ভারী বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা।
মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা। শুক্রবার উত্তর-পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। পশ্চিমবঙ্গ উপকূল-সহ উত্তর ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে কাল থেকে নিম্নচাপের প্রভাব দেখা গিয়েছে। ইতিমধ্যেই মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। বঙ্গোপসাগরের এই নিম্নচাপ উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। মূলত এটি উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা সংলগ্ন উপকূলে অবস্থান করবে। এটি ক্রমশ ও উত্তর-পশ্চিম দিকে এগোবে।
আগামী দু-দিনে আরও সক্রিয় হয়ে উড়িষ্যা উপকূলে পৌঁছবেআর সেই কারণে প্রাকৃতিক দুর্যোগের সর্তকতা জারি করল আবহাওয়া দপ্তর। আগামী পাঁচ দিন প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে বলতে পারে ঝড়ো হাওয়া। এই পরিস্থিতিতে সমুদ্র উত্তাল থাকবে। সেই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবিষয়ে সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র বলেন, আবহাওয়া খারাপ থাকার কারণে সমুদ্রে মাছ ধরার উপর পাঁচ দিন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সব ট্রলার উপকূলে ফিরে আসছে।