রাজ্যের খবর

Lok Sabha Election 2024 : জুনের শুরুতেই ভোটের কারণে বন্ধ মদের দোকান! চিন্তায় সুরাপ্রেমীরা

Lok Sabha Election 2024 : At the beginning of June due to the vote closed liquor store! Music lovers in thought

The Truth Of Bengal :  চলছে লোকসভা নির্বাচনের মরশুম। এই আবহে মাসের শুরুতেই রয়েছে সপ্তম দফা নির্বাচন। মাসের শুরুতে নির্বাচন নিয়ে যখন আনন্দে মাতোয়ারা সবাই ঠিক সেই সময় এই নির্বাচনই দুঃখের কারণ হয়ে উঠল সুরাপ্রেমীদের কাছে। মাসের শুরুতেই ভোটের কারণে ৬ দিন বন্ধ থাকবে মদের দোকান। আর যা শুনে কার্যত মাথায় হাত সুরাপ্রেমীদের।

লোকসভা নির্বাচনের অন্তিম দফা অর্থাৎ সপ্তম দফা নির্বাচন আজ। আর্থিক এই নির্বাচনের কারণেই স্বাভাবিকভাবে বন্ধ থাকবে রাজ্যের প্রতিটি মদের দোকান। কিন্তু চিন্তার বিষয় এটা নয়, চিন্তার বিষয় হল এক দুদিন নয় একেবারে ৬ দিন একটানা বন্ধু থাকবে মাদক বিক্রির দোকানগুলো। আগামী ৪ ঠা জুন লোকসভা নির্বাচনের ফল প্রকাশ। আর সেই দিনও বন্ধ থাকবে এই দোকান। এদিকে কর্নাটকেও ৬ দিন মদের দোকান বন্ধ থাকবে ।

প্রসঙ্গত, জনপ্রতিনিধিত্ব আইনে ১৯৫১ অনুযায়ী ভোট শুরু হওয়ার ৪৮ ঘন্টা আগে থেকে মদ বিক্রি বন্ধ করতে হবে। আর শুধুমাত্র এই কারণেই ভোট চলা রাজ্যগুলোতে বন্ধ মত বিক্রি। শুধুমাত্র যে বিক্রি বন্ধ তা নয়, এছাড়াও মদ উৎপাদন মদ নিয়ে যাওয়া কিংবা মজুদ রাখা সমস্ত কিছুই নিষিদ্ধ। অনেকে হয়তো ভাববেন শুধুমাত্র মদের দোকানগুলিতে মদ পাওয়া যাবে না কিন্তু অন্যান্য জায়গা থেকে তো পাওয়া যেতে পারে। না, শুধুমাত্র মদের দোকানই নয় ওয়াইন শপ থেকে শুরু করে বার, রেস্তোরাঁ, হোটেল ও অন্যান্য বিভিন্ন প্রাইভেট জায়গা থেকেও মদ বিক্রি সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যেহেতু টানা ছয় দিন বন্ধ থাকবে মাদক বিক্রি তাই বুধ, বৃহস্পতি ও শুক্রবার ছিল চোখে পড়ার মতো ভিড়।

Related Articles