রাজ্যের খবর

পানীয় জলের দাবীতে কাউন্সিলরের বাড়ি ঘেরাও স্থানীয়দের

Locals surrounded councilor's house demanding drinking water

The Truth Of Bengal,শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর: প্রচন্ড গ্রীষ্মের দাবদাহে প্রাণীয় জলের সংকট দেখা দিয়েছে বিভিন্ন এলাকায়। মেদিনীপুর শহরের বার্জটাউন এলাকায় প্রায় ১ বছরের বেশি সময় ধরে নাকি পানীয় জলসংকট দেখা যাছে । কাউন্সিলরকে বারবার জানিও কোন সূরা হয়নি।

এরই প্রতিবাদে মঙ্গলবার মেদিনীপুর শহরের ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ডাক্তার গোলক বিহারী মাঝির বাড়ির সামনে ঘেরাও করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। তাদের দাবি বারবার বলার পরেও পানীয় জলের সমস্যা মেটানোর উদ্যোগ নিতে পারেননি কাউন্সিলর, তাই আমরা বাধ্য হয়ে ওনার বাড়ির সামনে এসে প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছি। অন্যদিকে কাউন্সিলর গোলক মাঝি জানিয়েছেন একটা টিউবওয়েল ছিলো খারাপ।

আবার একটা টিউবওয়েল করা হয়েছে, তবে সেটার জল নাকি খাওয়া চলবে কিসব পরীক্ষা করেছে। তবে আমি চেষ্টা করছি অতি দ্রুত ওই পাড়ায় পানীয় জলের ব্যবস্থা করার। কাউন্সিলরেরের আশ্বাসের পর স্থানীয়রা ফিরে যান, তবে কয়েক দিনের মধ্যে না পানীয় জল ফেলে আবারো আন্দোলন করবেন বলে জানিয়েছেন।

Related Articles