রাজ্যের খবর

হাওড়া-বর্ধমান মেন শাখায় লাইনে ফাটল, ট্রেন চলাচল ব্যাহত

Crack in the train line

The Truth of Bengal: বছরের প্রথম দিনেই ট্রেন চলাচল ব্যাহত হল হাওড়া-বর্ধমান মেন শাখায়। সোমবার সকালে শেওড়াফুলি স্টেশন লাগোয়া ছাতুগঞ্জ এলাকায় রুটিন টহলদারি দেওয়ার সময় ছয় নম্বর লাইনে ফাটল দেখতে পান রেলকর্মীরা। তার পরেই মেরামতির কাজ শুরু হয়। এখনও সেই কাজ শেষ হয়নি।

সকালে সাড়ে ৭টা নাগাদ লাইনে ফাটল নজরে আসার পরেই ডাউন লাইনে ট্রেন চলাচল সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়। শেওড়াফুলি স্টেশনে ঢোকার আগে পর পর একাধিক ট্রেন দাঁড়িয়ে পড়ে। কিছু ট্রেনকে বিকল্প (রিভার্স) লাইন দিয়ে হাওড়ার উদ্দেশে পাঠানো হয়। ট্রেনগুলি ধীর গতিতে পরবর্তী স্টেশন শ্রীরামপুরে পৌঁছয়। বছরের প্রথম দিনেই ট্রেনে উঠে দুর্ভোগের মুখে পড়তে হয় যাত্রীদের।

সকাল ৮টা থেকে লাইনে পাত বদলের কাজ শুরু হয়। তবে এখনও পর্যন্ত ট্রেন পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হয়নি। তা হতে বেলা গড়াতে পারে বলে মনে করা হচ্ছে।

রেল সূত্রে জানা গেছে, ছয় নম্বর লাইনে ফাটল দেখা দেওয়ার পরই ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। বিকল্প লাইন দিয়ে ট্রেন চলাচল করা হলেও তাতে যাত্রীদের দুর্ভোগ কমেনি। অনেক ট্রেন দেরিতে ছাড়ে, আবার অনেক ট্রেন দেরিতে গন্তব্যে পৌঁছে।

যাত্রীদের দুর্ভোগের কথা মাথায় রেখে রেলকর্তৃপক্ষের পক্ষ থেকে বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে লাইনের মেরামতির কাজ শেষ না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হতে সময় লাগবে বলে মনে করা হচ্ছে।

Related Articles