রাজ্যের খবর

মঞ্চে রেখা পাত্র, সামনে উপস্থিত মাত্র কয়েকজন! বিজেপির সভার ‘দৈন্য’ ছবি ভাইরাল

The Truth Of Bengal: এর থেকে বোধহয় পঞ্চায়েত ভোটে প্রার্থীর প্রচারে বেশি লোক দেখা যায়। লোকসভা ভোটের প্রার্থীর প্রচারে উপস্থিত হাতেগোনা মাত্র কয়েকজন। এমন সভা দেখা গেল বিজেপির। বসিরহাটে বিজেপি প্রার্থী রেখা পাত্রের সমর্থনে সভার এই ছবি এখন ঘুরছে সামাজিক মাধ্যমে। তাতে বিজেপির অবস্থা নিয়ে চলছে কটাক্ষের বন্যা।

সন্দেশখালির ঘটনায় বহু চর্চিত, বহু আলোচিত নাম হিসেবে উঠে আসেন রেখা পাত্র। তাঁকে এবার বসিরহাট লোকসভা নির্বাচনে প্রার্থী করেছে বিজেপি। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং রেখা পাত্রকে ফোন করে ভোটে লড়ার জন্য উদ্বুদ্ধ করেছিলেন। সন্দেশখালি মহিলাদের পাশে থাকার জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছিলেন। সেই রেখা পাত্রকে মুখ করে বিজেপি বাজিমাত করতে চেয়েছিল। কিন্তু একী! রেখা পাত্রের সমর্থনে সভায় সামনে বসে আছেন মাত্র কয়েকজন। লোকসভা ভোটের প্রচারে স্বয়ং প্রার্থীর উপস্থিতিতে এমন ভিড় অকল্পনীয়। এর আগে এমন দেখা যায়নি কোনও সভায়। একেবারে ছোট কোনও রাজনৈতিক দলের সভাতেও এর থেকে বেশি ভিড় দেখা যায়।

সন্দেশখালি আন্দোলন থেকে উঠে আসা নাম রেখা পাত্র। অনেক আলোচনার পর বিজেপি সেই রেখা পাত্রকে বসিরহাট লোকসভা নির্বাচনে প্রার্থী করে। প্রথম দিকে এলাকার বিভিন্ন জায়গায় প্রচার করতে দেখা গিয়েছে দেখা পাত্রকে। মাঝখানে একবার অসুস্থ হয়ে পড়েছিলেন। রেখা পাত্রের সমর্থনে বিজেপির বড় বড় নেতারা ইতিমধ্যে সভা করে গিয়েছেন সন্দেশখালি-সহ বসিরহাটের নানা জায়গায়। বিজেপি প্রার্থী রেখা পাত্র নিজের মতো করে এলাকায় প্রচার চালাচ্ছেন। সেই অর্থে তাঁকে বিপুল সাড়া পেতে দেখা যাচ্ছে না। কিন্তু বিজেপি দাবি করছে, রেখা পাত্রকে সামনে রেখে তারা এবার জিতবে বসিরহাটে। একদিকে বিজেপি যখন এই দাবি করছে, তখন প্রার্থী রেখা পাত্রের উপস্থিতিতে সভায় হাতেগোনা লোক। এই ছবি বলে দিচ্ছে কী ফল হতে চলেছে বসিরহাটে।

Related Articles