মুমূর্ষু রোগীকে খাটিয়ায় তুলে হাসপাতালে দৌড় পরিবারের, অমানবিক সমাজ ছবি তুলতেই ব্যস্ত
Lift the patient on the cot and run to the hospital

The Truth of Bengal: গ্রামের বেহাল রাস্তায় ঢোকে না অ্যাম্বুলেন্স বা অন্য কোনও যানবাহন। তাই, অগত্যা খাটিয়ায় তুলে মুমূর্ষু রোগীকে নিয়ে হাসপাতালে ছুট পরিবারের। প্রায় সাড়ে চার কিলোমিটার রাস্তা খাটিয়ায় রোগীকে নিয়ে হাসপাতালে পৌঁছেও হলো না শেষরক্ষা। পথেই মৃত্যু ২৫ বছরের মহিলার। হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনায় বেহাল যোগাযোগ নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনা ঘটেছে মালদহের বামনগোলা থানার মালডাঙ্গা এলাকায়। মৃত মামনি রায় ওই গ্রামেরই বাসিন্দা। জানাগিয়েছে, গত দু-তিন দিন ধরে জ্বরে ভুগছিলেন মামনি। শুক্রবার দুপুরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়।
বামনগোলা থানার গোবিন্দপুর মহেশপুর গ্রাম পঞ্চায়েতের মালডাঙ্গা গ্রাম অত্যন্ত এলাকা বলে পরিচিত। দীর্ঘদিন ধরেই গ্রামের রাস্তা বেহাল। গত দুইমাস আগে বর্ষায় এই গ্রামের রাস্তা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। এখনও পর্যন্ত সেই রাস্তা মেরামত হয়নি। রাস্তার যা হাল তাতে অ্যাম্বুলেন্স বা কোনও যানবাহন গ্রামে ঢোকে না। এই অবস্থায় অন্য কোনও উপায় না পেয়ে মুমূর্ষ রোগীকে খাটিয়ায় তুলে গ্রামের মেঠো পথ পেরিয়ে হাসপাতলে নিয়ে যাওয়ার চেষ্টা হয়। পরিবারের লোকজন মামনিকে খাটিয়ায় শুইয়ে ঘাড়ে তুলে দৌড় লাগান। গন্তব্য ছিল বামনগোলার মোদিপুকুর গ্রামীণ হাসপাতাল।
কিন্তু, বেহাল রাস্তা পেরিয়ে হাসপাতালে পৌঁছতে অনেকটা দেরি হয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আজও এমন ঘটনা দেখতে হওয়া লজ্জার। হ্যাঁ লজ্জা, এই লজ্জা আমাদের সমাজের সহযোগিতার বদলে ছবি তুলতে ব্যস্ত সবাই, সেই ছবি ‘ব্রেকিং নিউজ’ হয়ে চলছে চ্যানেলে চ্যানেলে। প্রশাসনকে কাঠগড়ায় তুলে আক্রমণ করা হচ্ছে প্রশাসনের দায় নিশ্চই আছে, আমাদের দায় নেই? কী দায়িত্ব পালন করলাম আমরা? বলা হচ্ছে গ্রামীণ রাস্তা খারাপ হওয়ায় গাড়ি ঢোকে না রাজ্য সরকারকে কাঠগড়ায় তোলা হচ্ছে কেন কেন্দ্র সড়ক যোজনার টাকা দিচ্ছে না? সেই প্রশ্ন না তুলে কেন রাজ্যকে আক্রমণ? মানুষ হিসেবে আমাদের কোনও সামাজিক দায় নেই? সেই দায়িত্ব পালন না করে আমরা ছবি তুলতে ব্যস্ত এই লজ্জা আমাদের, এই লজ্জা আমাদের সমাজের।
Free Access