রাজ্যের খবর
নিজে এসে ধরা দিল লেপার্ড! কথায় বলে পাতা ফাঁদে পা দেওয়া!
Leopard caught himself! In words to step into the trap!

The Truth Of Bengal : প্রকাশ মন্ডল,আলিপুরদুয়ার:- চা বাগান থেকে বন দফতরের পাতা খাঁচায় খাঁচাবন্দি হল লেপার্ড। মঙ্গলবার সাতসকালে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের চিঞ্চুলা চা বাগান থেকে খাঁচাবন্দি চিতাবাঘ উদ্ধার করল বক্সা ব্যাঘ্র প্রকল্পের কর্মীরা।
এদিন সকালে চা বাগানের 8C সেকশনে খাঁচাবন্দি লেপার্ডটিকে দেখতে পেয়ে শ্রমিকরা বনদপ্তরে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে বক্সা ব্যাঘ্র প্রকল্পের পানা মোবাইল রেঞ্জের বন কর্মীরা খাঁচাবন্দি লেপার্ডটিকে উদ্ধার করে নিয়ে যায়। শ্রমিকরা জানান এলাকায় লেপার্ডের উপদ্রব অনেক বেড়েছে। সম্প্রতি লেপার্ডের আক্রমনে একজন মহিলা শ্রমিক আহত হয়েছিল। এরপর বনদপ্তর বাগানে খাঁচা বসায় আর সেই খাঁচায় আজ খাঁচা বন্দি হয়েছে লেপার্ড।