আলিপুরদুয়ারে চা বাগানে চিতা বাঘের হানা, আহত মহিলা চা শ্রমিক
Leopard attacks tea garden in Alipurduar, injures female tea worker

Truth of Bengal: আলিপুরদুয়ার জেলার ভাতখাওয়া চা বাগানে ঘটে গেল এক আতঙ্কজনক ঘটনা। চা পাতা তোলার সময় এক চা শ্রমিকের উপর আচমকা ঝাঁপিয়ে পড়ে একটি চিতা বাঘ। চা বাগানে কাজ করতে গিয়ে এমন ঘটনা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে। চাঁদানি মহালী নামে এক মহিলা চা শ্রমিক, যিনি আটিয়াবাড়ি চা বাগানের বাসিন্দা, সেদিন কাজের জন্য ভাতখাওয়া চা বাগানের ১১ বি নম্বর সেকশনে যান। অন্যান্য দিনের মতোই তিনি পাতাতোলা শুরু করেন। তখনই হঠাৎ জঙ্গল থেকে একটি চিতা বাঘ বেরিয়ে এসে তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে।
চাঁদানির সঙ্গে ওই চিতা বাঘের কিছুক্ষণের জন্য ধস্তাধস্তি হয়। তিনি প্রাণপণে নিজেকে রক্ষা করার চেষ্টা করেন। তাঁর চিৎকার শুনে আশেপাশে থাকা অন্যান্য শ্রমিকরা দ্রুত ছুটে আসেন। একসঙ্গে এতজন মানুষ এগিয়ে এলে বাঘটি সেখান থেকে পালিয়ে যায়।
এই আকস্মিক হামলায় চাঁদানি মহালী আহত হন। প্রথমে তাঁকে স্থানীয় চা বাগানের হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে স্থানান্তর করা হয় লতাবাড়ি হাসপাতালে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
এই ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। চা শ্রমিকদের মধ্যে ভয় ও উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। বনদফতরের আধিকারিকদের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা বিষয়টি খতিয়ে দেখছেন এবং এলাকায় নজরদারি আরও জোরদার করা হবে।
এছাড়াও স্থানীয়দের দাবি, চা বাগান সংলগ্ন জঙ্গল থেকে প্রায়শই বন্যপ্রাণীরা বাগানে ঢুকে পড়ে, কিন্তু যথাযথ নিরাপত্তা না থাকায় এমন বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়। তাঁরা বনদফতর ও প্রশাসনের কাছে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা না ঘটে।