আগুনের উৎস খুঁজতে জেলা থেকে মহানগরে ব্যবহার করা হবে অত্যাধুনিক প্রযুক্তি
Latest technology will be used for fire incident

The Truth of Bengal: জনবসতি যত বাড়ছে ততই সমস্যা বাড়ছে। আর ঘিঞ্জি বা বহুতলে আগুন লাগলে সেই সমস্যা শিয়রে সমন হিসেবে দেখা দেয়।স্টিফেনকোর্ট থেকে গণেশচন্দ্র অ্যাভিনিউয়ের বহুতলে অগ্নিকাণ্ড বড় শিক্ষা দিয়েছে রাজ্যবাসীকে।দমকল দফতর অগ্নিনির্বাপণের আধুনিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে যান্ত্রিক দক্ষতা বাড়িয়েছে।দেওয়া হয়েছে দমকল কর্মীদের প্রশিক্ষণ। তাই আগুনের উৎস খুঁজতে এবার কাজে লাগানো হবে ড্রোন। কয়েক বছর আগেই এমন উদ্যোগ নিয়েছিল রাজ্য সরকার। এবছর সেটাই বাস্তবায়িত হতে চলেছে। আশা. দেড় মাসের মধ্যে আগুন নেভানোর কাজে মাঠে নামতে চলেছে ক্যামেরাযুক্ত দু’টি স্বয়ংক্রিয় ড্রোন।
প্রাথমিকভাবে দু’টি ড্রোন কলকাতায় আগুনের উৎস খোঁজার কাজে লাগানো হবে। পরে রাজ্যের অন্যান্য প্রান্তেও এই ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে।দুর্গাপুরে একথা জানিয়েছেন দমকল দফতরের ডিজি।কোনও জায়গায় অগ্নিসংযোগ হলে প্রাথমিকভাবে আগুনের উৎস খুঁজতে গিয়ে হিমশিম খেয়ে যান দমকলকর্মীরা। এই কাজটাই করে দেবে ক্যামেরাযুক্ত ড্রোন। ফলে দ্রুত আগুনকে নিয়ন্ত্রণে আনা যাবে। এমনটাই মনে করছেন অগ্নিনির্বাপণ ও জরুরি পরিষেবা দপ্তরের আধিকারিকরা।
রাজ্যের দমকলের উন্নততর পরিকাঠামোর জন্ বরাদ্দ ৩০০ কোটি টাকা বহুতলে অগ্নিসংযোগের ঘটনায় যুদ্ধকালীন তত্পরতায় নজরদারি চালাবে ড্রোন চলতি সপ্তাহের সোমবার মধ্যরাতে দুর্গাপুরে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ভবনের তিনতলায় আগুন লাগে।তাতে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের কার্যালয় আগুনে পুড়ে যায়।ক্ষতি হয় কয়েক কোটি টাকার সম্পত্তির। সেইঘটনায় যতি টানতে কোমর বেঁধে নামছে রাজ্য সরকার। ২০২১ সালে মহেশতলার বিধ্বংসী আগুন সহ বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনায় এই রোবটের সাহায্য নিয়েছিলেন দমকলকর্মীরা। এবার ড্রোন আসার খবরে উচ্ছ্বসিত দপ্তরের আধিকারিক থেকে কর্মীরা। এই ড্রোন চালানোর জন্য কয়েকজন কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হবে।