রাজ্যের খবর

রাত পোহালেই লোকসভা নির্বাচনের ফলাফল, শেষ মুহূর্তের প্রস্তুতি শিলিগুড়ি কলেজে

Late night Lok Sabha election results, last minute preparations at Siliguri College

The Truth Of Bengal : ২৬শে এপ্রিল দ্বিতীয় দফায় ভোট গ্রহন সম্পন্ন হয়েছে দার্জিলিং জেলায়। নির্বাচনের পরপরই ব্যালট বক্স বর্তমানে কড়া প্রহরায় শিলিগুড়ি কলেজের স্ট্রং রুমে বন্দী। এখানেই আগামীকাল অর্থাৎ মঙ্গলবার ৪ই জুন ভাগ্য নির্ধারণ হবে দার্জিলিং জেলার লোকসভা কেন্দ্রের প্রার্থিদের। ২৫ মাটিগাড়া,নকশালবাড়ি,২৬ শিলিগুড়ি,২৭ ফাঁসিদেওয়া,ও ২৮ চোপরার ভোট গননা হবে শিলিগুড়ি কলেজে।

পাহাড়ের মানুষের ভোটের গননা দার্জিলিং ও কালিম্পং এ করা হবে। তারই শেষ প্রস্তুতি চলছে শিলিগুড়ি কলেজ চত্বরে। কলেজ চত্বর জুরে মাইক,সিসি ক্যামেরার ব্যাবস্থা করা হয়ে। কলেজ চত্বরে সাধারনের যাওয়া নিষেধ করাগ হয়েছে। কলেজ গেটে স্ট্রং রুম সর্বদাই প্রহরায় রয়েছে রাজ্য পুলিশ থেকে কেন্দ্রীয় বাহিনী।একপ্রকার বলতে গেলে নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হয়েছে গোটা কলেজ চত্বর। রাত পোহালেই কে হাসবে সে দিকে তাকিয়ে রয়েছে সকলেই।

Related Articles