রাজ্যের উচ্চ শিক্ষা দফতরের অধীনে ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ স্টাডিজ অ্যান্ড রিসার্চে ভাষা শেখার সুযোগ
Language learning opportunities at the Institute of Language Studies and Research under the State Department of Higher Education

Truth Of Bengal: বিদেশি ভাষা শিখতে চান? বাংলা তথা কলকাতায় বাস করছেন কিন্তু ভালো করে বাংলা ভাষা শেখা হয়নি? অথচ মিষ্টি ভাষা বাংলার প্রেমে পড়েছেন। কী করবেন? কোথায় ভাষা শিখবেন বুঝতে পারছেন না? আপনার মুশকিল আসান হতে পারে রাজ্যের উচ্চ শিক্ষা দফতরের অধীনে ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ স্টাডিজ অ্যান্ড রিসার্চ (আইএলএসআর)। সরকারি প্রতিষ্ঠানে ৫টি আলাদা আলাদা ভাষা শেখার সুযোগ আছে। ৪ মাসের এলিমেন্টারি কোর্স। ৩টি বিদেশি ভাষা তথা ফরাসি, স্প্যানিশ ও জার্মান। বিদেশি বা অবাঙালিদের জন্য এলেমেন্টারি বাংলা শেখার সুযোগ আছে। এছাড়াও সাঁওতালি ভাষা শেখারও সুযোগ আছে। ২৩ সেপ্টেম্বর থেকে কোর্স শুরু হবে।
কীভাবে করবেন আবেদন
আইএলএসআরের অফিশিয়াল ওয়েবসাইট (সরাসরি লিঙ্ক: https://silsr.wb.gov.in/apply) মারফত অনলাইনে আবেদন করা যাবে। কোর্স ফি ৪ হাজার টাকা। ২টি ইনস্টলমেন্টে বা কিস্তিতে দেওয়া যাবে। অনলাইন লিঙ্কে নির্দিষ্ট গুগল ফর্ম পূরণ করে আবেদন করা যাবে। ভাষা শেখার এই কোর্স রাজ্যের উচ্চ শিক্ষা দফতর দ্বারা স্বীকৃত।
কীভাবে ক্লাস হবে
অনলাইনে ক্লাস এবং পরীক্ষার মূল্যায়ন হবে। প্রাথমিক ভাবে ৪ মাসের এলেমেন্টারি কোর্সে শিক্ষার্থীদের সংশ্লিষ্ট ভাষায় বেসিক কমিউনিকেশন গড়ে তোলা হবে। পরে কেউ যদি ভাষা আরও বেশি শিখতে চান তাহলে তাঁর জন্য আছে ৪ মাসের সার্টিফিকেট কোর্স। এরপরে আরও ৪ মাসের ভাষা শিক্ষার কোর্স করলে সফল ভাবে কোর্স করার পর মিলবে ডিপ্লোমা।
এদিকে, বিশ্বের বিভিন্ন দেশে আলাদা আলাদা টাইম জোনে থাকা বিদেশিদের জন্য বাংলা ভাষা শেখার সুযোগ এনেছে আইএলএসআর। কত জন কোন দেশ থেকে আবেদন করছেন তার ভিত্তিতে আলাদা আলাদা টাইম জোনে বাংলা ভাষা শেখানো হবে।