রাজ্যের খবর

ধসের জেরে জলমগ্ন বেলগাছিয়ার বিস্তীর্ণ এলাকা, বিক্ষোভ স্থানীয়দের

Landslide inundates large areas of Belgachia, locals protest

Truth Of Bengal: বেলগাছিয়া ভাগাড়ে ধস নেমে বিপদ।এলাকার জলের পাইপ লাইন ফেটে যাওয়ার পাশপাশি ড্রেনেজ সিস্টেম ভেঙে পড়ে। এরফলে গত তেরো দিন ধরে জলমগ্ন ভাগাড় সংলগ্ন বহু এলাকা।ড্রেনের নোংরা জল পানীয় জলের সাথে মিশে গিয়ে দুর্বিসহ অবস্থা এলাকার মানুষের।

সাত নম্বর আট নম্বর ওয়ার্ডের বি রোড,সি রোডে জমে রয়েছে।জল জমেছে বাড়ির মধ্যেও।এরই প্রতিবাদে আজ রাস্তা অবরোধ করেন স্থানীয়রা।ক্ষোভ প্রকাশ করেন পুরসভার বিরুদ্ধে।

আজ ঘটনাস্থল পরিদর্শন করেন উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী।তিনি বলেন ভাগাড়ে বিপর্যয়ের পর নিকাশীর যে সমস্যা দেখা দিয়েছে তা ঠিক করার মতো পরিকাঠামো হাওড়া পুরসভার নেই।কে এম ডি এ এই কাজ করতে পারবে।কিন্তু কেনো তারা এই কাজ করছেন না সেই প্রশ্ন তিনি তোলেন।পুরসভা থেকে আজ জমে থাকা জল নামানোর জন্য পাম্প লাগানো গাড়ি পাঠানো হয়।তবে কবে সম্পূর্ণভাবে এই সমস্যার সমাধান হবে সেই প্রশ্নই করছেন বাসিন্দারা।

Related Articles