রাজ্যের খবর

গঙ্গাসাগর সেতু নির্মাণে শুরু হলো জমি অধিগ্রহণের কাজ

Land acquisition work begins for construction of Gangasagar Bridge

Truth Of Bengal:সৌরভ নস্কর, গঙ্গাসাগর: গঙ্গাসাগর সেতু নির্মাণ প্রকল্প অবশেষে বাস্তবের দিকে আরও এক ধাপ এগোল। রাজ্য সরকারের উদ্যোগে শুরু হয়েছে জমি অধিগ্রহণের প্রক্রিয়া, যা সেতু নির্মাণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বহু বছর ধরেই গঙ্গাসাগরে পৌঁছানো নিয়ে নানা রকম সমস্যার মুখোমুখি হতে হয় নিত্যযাত্রী থেকে তীর্থযাত্রী — সবাইকে। বিশেষত গঙ্গাসাগর মেলার সময় লাখ লাখ মানুষের আগমন ঘটে। কিন্তু মুড়িগঙ্গা নদী পেরোনো ছাড়া গঙ্গাসাগরে পৌঁছানোর আর কোনও রাস্তা না থাকায়, নদীতে জল না থাকলে বা আবহাওয়া খারাপ থাকলে দেখা দিত মারাত্মক দুর্ভোগ।

এই সমস্যা সমাধানে রাজ্য সরকার গঙ্গাসাগর সেতু নির্মাণের পরিকল্পনা গ্রহণ করে, যা হতে চলেছে দেশের অন্যতম দীর্ঘ সেতু। এই সেতু মূলত কচুবেড়িয়া ও কাকদ্বীপের লট নম্বর ৮-এর মধ্যে সংযোগ স্থাপন করবে। আর এই সংযোগ স্থাপনের জন্যই দরকার পড়ছে জমি অধিগ্রহণের।

এই প্রক্রিয়ার শুরুতে কচুবেড়িয়া অঞ্চলে ৩৯ জন বাসিন্দার জমি অধিগ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। তাঁদের মধ্যে প্রথম ৮ জনের হাতে আর্থিক ক্ষতিপূরণ স্বরূপ চেক তুলে দেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী ও সাগর ব্লক প্রশাসনের আধিকারিকরা। শুধু ক্ষতিপূরণ নয়, তাঁদের নতুন করে বসবাসের জন্য সরকারি জায়গায় রেজিস্ট্রি করে দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে।

প্রসঙ্গত, এই ৩৯ জনের মধ্যে কেউ বসতবাড়ি, কেউ চাষযোগ্য জমি হারাচ্ছেন। অনেকেই ওই এলাকায় ২০ বছর বা তারও বেশি সময় ধরে বসবাস করছেন। জমি ছেড়ে যাওয়া সহজ নয়, তবুও তাঁরা উন্নয়নের স্বার্থে সরকারের পাশে দাঁড়িয়েছেন।

এই সহযোগিতা ভবিষ্যতে গঙ্গাসাগরের সামগ্রিক উন্নয়নের পথ প্রশস্ত করবে বলেই মনে করা হচ্ছে। সেতু নির্মাণ সম্পূর্ণ হলে শুধু গঙ্গাসাগর মেলার সময়ই নয়, সারাবছরই রোগী পরিবহণ, পর্যটন এবং স্থানীয় অর্থনীতির বড় উন্নতি ঘটবে বলে আশাবাদী প্রশাসন।

 

Related Articles