রাজ্যের খবর

চাপড়ায় রাতের অন্ধকারে মন্দিরে লক্ষাধিক টাকার গয়না ও নগদ টাকা চুরি, চাঞ্চল্য এলাকায়

Lakhs of jewelery and cash stolen from temple in Chapra in the dark of night, creates excitement in the area

The Truth Of Bengal : নদিয়া, মাধব দেবনাথ : রাতের অন্ধকারে মন্দিরের তালা ভেঙে লক্ষাধিক টাকার সোনার গয়না ও নগদ টাকা চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে চাপড়ায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়িতে রয়েছে মনসা মন্দির। আজ সকালে বাড়ির গৃহকর্ত্রী গীতা অধিকারী ঘুম থেকে উঠে দেখেন মন্দিরের গেটের তালা ভাঙ্গা। এরপর মন্দিরে ঢুকে দেখেন বিগ্রহের গায়ে একটিও গয়নাও নেই। মন্দিরের প্রণামীর বাক্সের নগদ এক লক্ষ টাকা ও পিতলের বাসনপত্র সহ সমস্ত জিনিস পত্র উধাও। অভিযোগ প্রায় পাঁচ লক্ষ টাকা মূল্যের সোনার গয়না, এক লক্ষ টাকা সহ সমস্ত জিনিস পত্র চুরি করে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। এলাকার মাদকাসক্তরা চুরি করে থাকতে পারে বলে অনুমান পরিবারের। ঘটনার তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ।

Related Articles