মিরর অ্যাপের ফাঁদে কলকাতা পুলিশের অফিসার! খোয়া গেল লক্ষাধিক টাকা
Kolkata Police officer falls prey to Mirror app, loses lakhs of rupees

Truth of Bengal: ঘটনাটি ঘটে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের এক আধিকারিকের সঙ্গে। কর্মসূত্রে তিনি কলকাতায় থাকলেও তাঁর আদি বাড়ি পূর্ব বর্ধমানের মেমারিতে। সম্প্রতি প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত একটি সমস্যার সমাধান করতে তিনি গুগলে একটি ওয়েবসাইট সার্চ করেন। সেই সার্চে মেমারির একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ম্যানেজারের ফোন নম্বর পান বলে মনে করেন তিনি।
তিনি ওই নম্বরে যোগাযোগ করলে, এক ব্যক্তি নিজেকে ব্যাঙ্কের ম্যানেজার বলে পরিচয় দেয়। এরপর সেই ব্যক্তি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাঁকে একটি লিঙ্ক পাঠিয়ে “কাস্টমার সাপোর্ট” নামক একটি অ্যাপ ডাউনলোড করতে বলেন। পুলিশ অফিসারটি সন্দেহ না করে অ্যাপটি ডাউনলোড করেন এবং কিছু গুরুত্বপূর্ণ ব্যাঙ্ক সংক্রান্ত তথ্যও ওই অ্যাপের মাধ্যমে শেয়ার করেন।
এই অ্যাপটি আসলে ছিল একটি ‘মিরর অ্যাপ’, অর্থাৎ দেখতে মূল ব্যাঙ্কের অ্যাপের মতো হলেও তা ছিল হ্যাকারদের তৈরি একটি ভুয়ো অ্যাপ, যার মাধ্যমে ব্যক্তিগত তথ্য চুরি করা যায়। এরপর প্রতারক তাকে জানায়, তাঁর অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং কিছু সময় অপেক্ষা করতে বলা হয়। এই সময়ের মধ্যেই, অফিসারটির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে দু’দফায় পাঁচ লক্ষ টাকা করে মোট দশ লক্ষ টাকা তুলে নেওয়া হয়।
এই ঘটনার পরই তিনি এন্টালি থানায় অভিযোগ জানান। কলকাতা পুলিশ এখন পুরো বিষয়টি তদন্ত করছে এবং যে মোবাইল নম্বর থেকে প্রতারক যোগাযোগ করেছিল, সেই নম্বরের সূত্র ধরে তদন্ত এগোচ্ছে।