
The Truth Of Bengal : ফের বাজি কারখানায় ভয়াবহ আগুন। রবিবার রাতে পূর্ব মেদিনীপুরে জেলার কোলাঘাটের পয়াগ গ্রামে একটি বেআইনি বাজি কারখানায় ভয়াবহ আগুন লাগে। দমকলের ইঞ্জিন এসে দীর্ঘক্ষণ চেষ্টা করলেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ঘন জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন ছড়িয়ে পড়ে। রবিবার রাত ১০টা নাগাদ কোলাঘাট ব্লকের পয়াগ গ্রামে এই ঘটনা ঘটে। ওই গ্রামে একটি বেআইনি বাজি কারখানা ছিল বলে জানাচ্ছে এলাকার মানুষ। আর সেই বাজি কারখানায় বিস্ফোরণের খবর সামনে আসতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিস্ফোরণে একটি বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোলাঘাট থানার পুলিশ। দীর্ঘক্ষণ বাজি ফাটার শব্দ শুনতে পায় এলাকার লোকজন। বেশ কয়েকজন জখম হয়েছেন বলে জানা যাচ্ছে। রাতেই এলাকায় পৌঁছয় বিরাট পুলিশ বাহিনী। এলাকা ঘিরে রাখে।
গত বছর এগরার খাদিকুলে একটি অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণ হয়। তাতে ১১ জনের মৃত্যু হয়েছিল। এই ঘটনা নিয়ে চলে রাজনৈতিক কাজিয়া। সেই ঘটনার রেশ মিটতে না মিটতেই আবার সেই পূর্ব মেদিনীপুরে অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণ।