শ্রমজীবী হাসপাতালে কম খরচে শুরু হাঁটু প্রতিস্থাপন
Knee replacement begins at low cost at Shramjivi Hospital

Truth Of Bengal: হুগলি, তরুণ মুখোপাধ্যায়: গণচেষ্টায় গড়ে ওঠা শ্রমজীবী হাসপাতাল স্বাস্থ্য পরিষেবায় আরও এক ধাপ এগিয়ে গেল। এবার বেলুড় ও শ্রীরামপুরে শুরু হয়েছে কৃত্রিম হাঁটু প্রতিস্থাপনের পরিষেবা। শহরের ব্যয়বহুল কর্পোরেট হাসপাতালে এই অপারেশন যেখানে সাধ্যের বাইরে। সেখানে শ্রমজীবী হাসপাতাল মাত্র ১ লক্ষ টাকার মধ্যেই তা করে দেখাচ্ছে, যা মধ্যবিত্ত ও শ্রমজীবী মানুষের কাছে এক বিরাট স্বস্তির খবর।
বার্ধক্যজনিত সমস্যা বা শরীরবৃত্তীয় কারণে হাঁটুর হাড় ক্ষয়জনিত যন্ত্রণায় যারা নিত্যদিন কষ্ট পাচ্ছেন, তাদের জন্য এই পরিষেবা অনেকটাই আশার আলো। সম্প্রতি তারকেশ্বরের শবরী দাস (৬০) বেলুড় শ্রমজীবী হাসপাতালে সফল হাঁটু প্রতিস্থাপন করান। তাঁর কন্যা বৈশাখী দাস জানান, “মা এখন সুস্থ। পরিষেবা খুব ভাল”।
অন্যদিকে শ্রীরামপুরে ডানকুনির বাসিন্দা অরুণ সাহা (৬৪) বলেন, “সামান্য ব্যথা ছাড়া কোনও অসুবিধা নেই। পরিষেবা অসাধারণ। বিশেষত যে খরচে আমার হাঁটু প্রতিস্থাপন হল তা অবিশ্বাস্য”।
এই অপারেশন হচ্ছে চিকিৎসক অদিত দের নেতৃত্বে। শ্রমজীবী হাসপাতালের সহসম্পাদক গৌতম সরকার জানান, “আমরা চাই সাধারণ মানুষ কম খরচে উন্নত পরিষেবা পান।” সহসভাপতি ফণীগোপাল ভট্টাচার্য বলেন, “চিকিৎসার প্রকৃত খরচ কত হওয়া উচিত, তা আমরা জনগণের সামনে তুলে ধরছি।”
প্রসঙ্গত, এই হাসপাতাল ১৯৯৮ সাল থেকেই ল্যাপারোস্কোপিক, সি-আর্ম ও লেজার সার্জারিতে পরিচিত ছিল। এবার হাঁটু প্রতিস্থাপন যুক্ত হওয়ায় চিকিৎসা পরিষেবায় এক নতুন দিগন্তের সূচনা হল।