
The Truth Of Bengal,হুগলি ,রাকেশ চক্রবর্তী: বন্ধুদের সঙ্গে পুকুরে স্নান করতে সলিল সমাধি বছর ১২ এর এক কিশোরের। ঘটনাটি ঘটেছে হুগলির হিন্দমটরের রাধাগোবিন্দ নগরে। বুধবার বিকাল সাড়ে ৪টে নাগাদ ঘটে ঘটনাটি। মৃত ওই কিশোর এর নাম আরিয়ান সাউ ।
স্থানীয় সূত্রে খবর প্রদীপ কুমার সাউ হিন্দমোটর জনতা রোড এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকেন । তার দুইটি যমজ ছেলে আছে । বুধবার দুপুরে খাওয়া দাওয়ার পর বন্ধুদের সাথে পুকুরে স্নান করতে যায়। আরিয়ান এবং তার ভাই । বিকেল সাড়ে চারটে নাগাদ কোন ভাবে জলের তলায় তলিয়ে যায় আরিয়ান। তার সঙ্গে থাকা কিশোরেরা ভয়ে পুকুর থেকে উঠে আশেপাশের লোককে খবর দেয়। স্থানীয় এক যুবক জলে নেবে বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির আরিয়ানকে খুঁজে পাই জলের তলায় । ইতিমধ্যে ঘটনাস্থলে পুলিশ এবং দমকল বাহিনী এসে উপস্থিত হয় । উদ্ধারের পরেই তৎক্ষণিক তাকে স্থানীয় নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় । কিন্তু ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে ।
মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে ।স্থানীয় এক প্রত্যক্ষদর্শী বলেন, দুই ভাই জলে চান করতে নেমেছিল। ওদের সঙ্গে আরও একজন ছিল। সেই ছেলেটি তাকে ডাকতে যায় বাকি দুজন জলে ডুবে যাচ্ছে বলে। তড়িঘড়ি ওই মহিলা পার্শ্ববর্তী আরেক জন কে খবর দেন । তিনি এসে পুকুরে ঝাঁপ দিয়ে দুই ভাইয়ের মধ্যে একজনকে বাঁচিয়ে নিয়ে আসতে পারলেও আরো একজনকে বাঁচাতে পারেননি। ঘটনা কিছুক্ষণ পরেই বাকি লোকেরা জলে নেবে খোঁজাখুঁজি করলেই অল্প সময়ের মধ্যে আরেকজনের বডি পাওয়া যায়। তবে ততক্ষণে সব শেষ।