রাজ্যের খবর

ফিল্মি কায়দায় দমদম থেকে উদ্ধার কীর্ণাহারের কিশোরী

Kirnahar's girl rescued from Dum Dum in filmy style

Truth Of Bengal : পাচার হওয়ার আগেই ফিল্মি কায়দায় দমদম থেকে উদ্ধার কীর্ণাহারের কিশোরী। গ্রেফতার এক পুরুষ ও দুই মহিলা পাচারকারী। ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

জানা গিয়েছে, কীর্ণাহার ২নং পঞ্চায়েতের বাঁশপুর গ্রামের বছর ১৪ এর এক নাবালিকা নবম শ্রেণীর ছাত্রী মোবাইলে রিলের নেশায় আসক্ত ছিল। সেই সূত্র ধরেই ইনস্টাগ্রামে তার সঙ্গে পরিচয় হয় নদিয়ার রিয়া সরকারের সাথে। তারপরে ফোন নাম্বার আদান-প্রদান। পরে ওই কিশোরীকে ভালো জায়গায় নাচের সুযোগ ও ইনস্টাগ্রামে টাকা ইনকামের প্রলোভন দেখিয়ে দমদম নিয়ে আসে অভিযুক্ত মহিলা। দিন কয়েক আগে বাড়িতে অশান্তি করে ঘর থেকে বেরিয়ে যায় ওই কিশোরী।

তারপর থেকে তার কোন খোঁজ মিল ছিল না। পরিবারের তরফে কীর্ণাহার থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ তড়িঘড়ি তিনজনের টিম গঠন করে দমদম সহ দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় তল্লাশি শুরু করে। তারপর রবিবার ওই নাবালিকাকে উদ্ধার করে পুলিশ। সাথেই ঘটনায় অভিযুক্ত দমদমের বাসিন্দা সীমা মাঝি ও পঙ্কজ সরকার সহ নদীয়ার আমঘাটার বাসিন্দা রিয়া সরকারকে গ্রেফতার করে। সেদিনই তাদের ট্রানজিট রিমান্ডে কীর্ণাহার নিয়ে আসার জন্য দমদম ফাস্ট ট্র্যাক আদালতে তোলা হয়। তারপরে সোমবার তাদের কীর্ণাহার নিয়ে এসে পরে বোলপুর মহকুমা আদালতে তোলা হয়। সেখানে বিচারক ধৃতদের পাঁচ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন। অন্যদিকে নাবালিকাকে ইতিমধ্যেই তার পরিবারের হাতে তুলে দিয়েছে পুলিশ।