বাবাকে খুন, কীর্তিমান ছেলে পুলিশের জালে, কেন খুন হলেন বাবা?
Killed the father, famous son in the police net, why was the father killed?

The Truth Of Bengal: বাবাকে খুনের অভিযোগে গ্রেফতার হল ছেলে। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের পাতলাখাওয়া এলাকায়। এই ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম জগবন্ধু বর্মন। বয়স আনুমানিক ৬০ বছর।
ওই ব্যক্তির ছেলে বাবলু বর্মন তাঁকে হত্যা করে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। পারিবারিক অশান্তির কারণে এই হত্যাকাণ্ড বলে পুলিশ সূত্রে খবর। অভিযুক্ত বাবলু বর্মনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার তাকে আদালতে তোলা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বেশ কিছুদিন ধরেই বাবা ও ছেলের মধ্যে অশান্তি চলছিল।
শুক্রবার সেই অশান্তি চরম আকার ন্যায়। সেই সময় বাবার উপর আক্রমণ চালায় ছেলে। গুরুতর আহত অবস্থায় জগবন্ধু বর্মনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মৃত্যু হয় তাঁর।ঘটনার খবর পেয়ে ওই এলাকায় পৌঁছায় পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করে। শুধুই কি পারিবারিক অশান্তি না এর পেছনে অন্য কোন রহস্য রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।