মহাসমারোহে বনমহোৎসব উদযাপন করল কাটোয়া রেঞ্জ অফিস
Katoa Range Office celebrated Banamahotsav in Mahasamarohe

The Truth Of Bengal,মনিরুল ইসলাম,পূর্ব বর্ধমান: প্রতিবছরের মতো এবারও মহাসমারোহে বনমহোৎসব উদযাপন হল কাটোয়া মহকুমার গঙ্গাটিকুরিতে রাজ্য সরকারের পূর্ব বর্ধমান বন বিভাগের ব্যবস্থাপনায় কাটোয়া রেঞ্জ অফিস এই অনুষ্ঠানটি আয়োজন করে।
এই উপলক্ষ্যে গঙ্গাটিকুরী অতীন্দ্রনাথ বিদ্যামন্দির হাইস্কুলে প্রাঙ্গণে পদযাত্রা, বৃক্ষরোপণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিল বনদপ্তরের উচ্চপর্যায়ের আধিকারিকরা ও কেতুগ্রাম দু’নম্বর ব্লকের জয়েন্ট বিডিও এছাড়াও অতিন্দ্রনাথ বিদ্যামন্দির স্কুলের শিক্ষক শিক্ষিকারা ও ছাত্র-ছাত্রীরা।এদিন স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
এছাড়াও কৃতী পড়ুয়াদের হাতে পুরস্কার তুলে. বিশিষ্টরা। এদিন স্কুলের প্রধান শিক্ষক বলেন, গাছ আমাদের প্রাণ। গাছকে রক্ষা করতেই হবে। আর তাতেই আমাদের জীবন আরও সুন্দর হবে।নতুন নতুন এলাকায় বনসৃজন করা হচ্ছে।’ এছাড়া রাজ্যের সবুজশ্রী প্রকল্পের মাধ্যমে বিভিন্ন জেলাজুড়ে ৫০ লাখ গাছের চারা লাগানো হয়েছে বলে তাঁর দাবি। শুধু অরণ্যসৃষ্টি করাই নয়, বনভূমিতে জীববৈচিত্র রক্ষাতেও বাংলা অনেক এগিয়ে রয়েছে বলে দাবি করেন তিনি।