রাজ্যের খবর

কাটল জট, প্রাথমিক নিয়োগে দুমাসের মধ্যে নিয়োগের নির্দেশ দিল হাইকোর্ট

Katal Jat, the High Court ordered the appointment within two months in the initial appointment

Truth Of Bengal : 

  • মেধা তালিকা থেকে বাদ ১৪৬৩ যুক্ত করে নতুন মেধা তালিকা প্রকাশের নির্দেশ।
  • ১৪৬৩ জন কে মুক্ত করে নতুন মেধাতালিকা প্রকাশের নির্দেশ।
  • ১৪ হাজার ৫২ টি পদে নিয়োগে সবুজ সংকেত হাইকোর্টের।
  • চার সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় কাউন্সেলিং করে সুপারিশ পত্র দেবে এসএসসি নির্দেশ হাইকোর্টের।
  • মেধা তালিকা থেকে বাদ ১৪৬৩ যুক্ত করে নতুন মেধা তালিকা প্রকাশের নির্দেশ।
  • প্রায় ৮ বছর পর উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে কাটল জট।
  • গোটা প্রক্রিয়া দ্রুত কার্যকরে এসএসসি কে নির্দেশ হাইকোর্টের।
  • চার সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় কাউন্সেলিং করে, সুপারিশপত্র দেবে এসএসসি এমনই নির্দেশ দিল হাইকোর্ট।
  •  ২০১৬ সালে উচ্চ প্রাথমিকের ১৪ হাজার ৩৩৯টি শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে রাজ্য।
  • এর পর ২০২১ সালে SSC জানায়, OMR শিটগুলি পুনরায় মূল্যায়ন করে ১৪৬৩ জনকে বাদ দেওয়া হয়েছে।

Related Articles