হার্টের চিকিৎসায় প্রস্তুত কল্যানী AIIMS, উদ্ধোধন করলেন প্রধানমন্ত্রী
Kalyani AIIMS ready for heart treatment, Prime Minister inaugurated

Truth Of Bengal: মাধব দেবনাথ, নদিয়া: নদীয়ার কল্যানী AIIMS এ আনুষ্ঠানিক ভাবে প্রধানমন্ত্রী তিনটি বিষয়ে উদ্ধোধন করলেন। যার মধ্যে রয়েছে কার্ডিওলজি ক্যাথ ল্যাব, হার্ট এন্ড লাং মেশিন ও প্রধানমন্ত্রী জনঔষধী কেন্দ্র। ইতিমধ্যে এটি কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিষ্ঠানের একাধিক বিভাগ চালু হয়েছে। মোট ৪১টি বিভাগ চালু করার পরিকল্পনা ছিল কল্যানী AIIMS এ। কার্ডিও বিভাগ চালু হলে বর্তমানে ৩৯টি বিভাগ চালু হবে বর্তমানে।
প্রতিদিন কল্যানী AIIMS এ ভিন রাজ্যের পাশাপাশি সুদূর বাংলাদেশ থেকেও রোগীরা চিকিৎসা করাতে আসেন এখানে, তবে আগামীতে এই AIIMS এর সমস্ত বিভাগ চালু হয়ে গেলে পচিমবঙ্গর পাশাপাশি উপকৃত হবে পাশের রাজ্য গুলিও। তবে আজকের দিল্লি থেকে এই ভার্চুয়ালি উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা।
এদিন কল্যাণী AIIMS-এ উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার, বিজেপির একাধিক বিধায়ক, রাজ্যসভার সাংসদ ও বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য। ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানের শেষে AIIMS স্বাস্থ্য প্রতিষ্ঠান থেকে বেরিয়ে আর জি করের ঘটনা নিয়ে আবারো মুখ খোলেন শমীক ভট্টাচার্য।