কলকাতারাজ্যের খবর

কালবৈশাখীর হানা একাধিক জেলায়, ৯ মে’র পর মিলতে পারে স্বস্তি

Kalbaisakhi strikes multiple districts, relief may come after May 9

Truth of Bengal: দক্ষিণবঙ্গ জুড়ে ফের সক্রিয় হয়েছে মৌসুমি বায়ু এবং কালবৈশাখীর প্রভাব। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৮ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, সঙ্গে বজ্রপাত এবং দমকা হাওয়া। মঙ্গলবার থেকেও শুরু হয়ে যাবে এই বৃষ্টির দাপট। কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে সপ্তাহের শেষভাগ পর্যন্ত থাকবে ঝড়বৃষ্টি।

বিশেষ করে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই ২৪ পরগনা এবং নদিয়ায় হতে পারে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি।  দমকা হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় ৪০-৫০ কিমি।

শুক্রবারের পর আবহাওয়ার কিছুটা উন্নতি হলেও ৮ মে থেকে আবার নতুন করে ভারী বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম ও মুর্শিদাবাদের কিছু অংশে।

এদিকে টানা বৃষ্টির ফলে কিছুদিনে তাপমাত্রা খানিকটা নামলেও এবার ধীরে ধীরে পারদ চড়তে শুরু করেছে। বেলা বাড়ার সঙ্গে অস্বস্তিকর গরম বজায় থাকবে। রাত ও ভোরে তুলনামূলক ঠান্ডা থাকলেও দিনের বেলা গরম অনুভূত হবে বেশি। তবে এই মুহূর্তে তাপপ্রবাহের সতর্কতা নেই।

উত্তরবঙ্গেও একইরকম পরিস্থিতি বিরাজ করছে। ১০ মে পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার সহ বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টি এবং ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

 

 

Related Articles