
The Truth Of Bengal : চলছে লোকসভা নির্বাচনের মরসুম। আজ সপ্তম দফা নির্বাচন। আর এই আবহে ২ জুন বাতিল করা হলো একগুচ্ছ লোকাল ট্রেন। ছুটির দিনেই হাওড়া থেকে বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন। কিন্তু কেন?
জানা যায়, জৌগ্রাম রেলস্টেশনে নতুন platform তৈরির কাজ চলবে। আর সেই কারণেই হাওড়া-বর্ধমান কর্ড লাইনে বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একবার এই নতুন প্লাটফর্ম তৈরি হয়ে গেলে নিত্যযাত্রীদের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। হাওড়া বর্ধমান লাইনে মোট নজরা ট্রেন বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রবিবার হাওড়া থেকে ৩৬৮২৩, ৩৬৮২৫, ৩৬৮২৯, ৩৬৮৩১, ৩৬৮৩৫, ৩৬০৮৭, ৩৬০৮৭, ৩৬০৩৩ ও ৩৬০৩৭ ট্রেনগুলি বাতিল রাখা হবে। বর্ধমান থেকে বাতিল থাকছে ৩৬৮২৮, ৩৬৮৩০, ৩৬৮৩৪, ৩৬৮৪০ ও ৩৬৮৫০ ট্রেনগুলি। পাশাপাশি মশাগ্রাম থেকে ৩৬০৮৬ ও ৩৬০৮৮ এবং চন্দনপুর থেকে ৩৬০৩৪ ও ৩৬০৩৮ ট্রেনগুলি বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপ এবং ডাউন সবমিলিয়ে রবিবার হাওড়া বর্ধমান কর্ড লাইনে মোট ১৮ টি ট্রেন থাকবে বাতিল।
রবিবার ছুটির দিন বলেই যে কেউ বাইরে বেরোয় না এমনটা নয়। বরং, এই ছুটির দিনে অনেকেই নিজের প্রিয় মানুষ, বন্ধু-বান্ধব কিংবা পরিবারের সাথে বেরিয়ে পড়েন একটু ঘুরে আসতে। এছাড়াও অনেকেই কলকাতায় আসেন নানান কাজে। আর রবিবার এতগুলো লোকাল ট্রেন বাতিল থাকায় কার্যত চরম ভোগান্তির মুখে পড়তে হতে পারে নিত্যযাত্রীদের। এদিকে যে ট্রেনগুলো চলবে সেগুলো থাকবে একেবারে ভিড়ে ঠাসা। এমতাবস্থায় যদি রবিবার একান্তই কোথাও বেরোনোর থাকে তাহলে হাতের সময় নিয়ে রওনা দিন।