পূর্ব মেদিনীপুরে যক্ষা রোগীদের পাশে সাংবাদিক সংগঠন
Journalist organization with tuberculosis patients in East Medinipur

The Truth Of Bengal: সৈকত মাইতি, পূর্ব মেদিনীপুরঃ যক্ষা রোগীদের পাশে সাংবাদিক সংগঠন। তাম্রলিপ্ত পৌরসভা এলাকায় ১৬ জন যক্ষা রোগীকে ৬ মাসের জন্য দত্তক নিল সাংবাদিক সংগঠনের তমলুক জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব।
আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর মানুষজন, যাদের পর্যাপ্ত মানের পুষ্টিগুণ সম্পন্ন আহারের প্রয়োজন কিন্তু তারা তা পায়না। তাই তাদের শরীরে বাসা বাঁধে বিভিন্ন ধরণের রোগ, তাই সম্পূর্ণভাবে রোগ প্রতিহত করার ক্ষেত্রে যাতে কোন রকমের প্রতিবন্ধকতা না দেখা যায় তার জন্য এলাকার সমস্ত সংগঠনের কাছে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আহ্বান জানানো হয়। সেই মত ন্যাশনাল টিবি এলিমিনেশন প্রোগ্রামে বিভিন্ন বেসরকারি কিংবা স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে এলাকার যক্ষা রোগীদের দত্তক নেন।
বিভিন্ন সংগঠনের পাশাপাশি পূর্ব মেদিনীপুরের জেলা সদর তাম্রলিপ্ত পৌরসভা এলাকার সমস্ত যক্ষা রোগীদের উপযুক্ত মানের পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য যেমন ডিম, সোয়াবিন, ডাল ছোলা সহ যাবতী প্রদান করেন। আগামী ৬ মাস পর্যন্ত যক্ষাক্রান্ত রোগীদের হাতে এভাবেই আহার তুলে দেওয়া হবে এমনটাই জানান সংগঠনের সদস্যরা।
পূর্ব মেদিনীপুর জেলায় এ পর্যন্ত প্রায় হাজার খানে রোগী যক্ষা আক্রান্ত রয়েছেন। তাই সমস্ত যক্ষা আক্রান্তরা যাতে নিয়মিতভাবে তারা পুষ্টি সম্পন্ন আহার পেতে পারেন তার জন্যই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা স্বাস্থ্য আধিকারিক