রাজ্যের খবর

অবৈধ মাটি কাটায় জেসিবি ও ট্রাক্টর আটক রঘুনাথগঞ্জে

JCB and tractor seized for illegal land cutting in Raghunathganj

Truth of Bengal:  ২ নম্বর ব্লকের সেখালিপুর পঞ্চায়েতে ফের ধরা পড়ল অবৈধ মাটি কাটার ঘটনা। কৃষ্ণসাহিল সরকারি বিল থেকে বেআইনিভাবে মাটি কেটে পাচার করার অভিযোগে একটি জেসিবি ও একটি ট্রাক্টর আটক করেছে ভূমি সংস্কার দপ্তর ও পুলিশ প্রশাসন।

স্থানীয়দের অভিযোগ, দিনের আলো হোক বা রাতের অন্ধকার—বাধাহীনভাবে চলছে বিল থেকে মাটি কেটে নিয়ে যাওয়া। প্রতিদিন ভোর হতেই জেসিবির গর্জনে কেঁপে ওঠে গোটা এলাকা। গোটা রঘুনাথগঞ্জ – ২ নম্বর ব্লক জুড়ে রমরমিয়ে চলছে এই মাটি চুরির কারবার। অসংখ্য মাটি ভর্তি ট্রাক্টর দিনভর ছুটে বেড়াচ্ছে অঞ্চলজুড়ে।

এ বিষয়ে রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সন্দীপ দাস বলেন, “বেশ কিছুদিন ধরে আমাদের কাছে মাটি পাচার নিয়ে অভিযোগ আসছে। সেই ভিত্তিতেই অভিযান চালানো হয়েছে। ইতিমধ্যেই একাধিকবার মাটি ভর্তি ট্রাক্টর বাজেয়াপ্ত করা হয়েছে। আজকেও গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে একটি জেসিবি ও একটি ট্রাক্টর আটক করেছি।”

এই ঘটনায় প্রশাসনের সক্রিয়তাকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী, তবে তারা চায় এই বেআইনি কর্মকাণ্ডে স্থায়ীভাবে রাশ টানা হোক।

 

 

Related Articles