রাজ্যের খবর

টানা বৃষ্টির কারণে জল বেড়েছে! জলপাইগুড়িতে জারি লাল সতর্কতা

Jalpaiguri Flood

The Truth of Bengal: উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং সহ অন্যান্য জেলায় বৃষ্টি লেগেই আছে। টানা দুদিন বৃষ্টির সঙ্গে পাহাড়ের বৃষ্টির জল নেমে আসায়  বিপত্তি বেঁধেছে। জলপাইগুড়ির নদীগুলোতে উদ্বেগজনকভাবে বাড়ছে বৃষ্টি। তিস্তার জলস্ফীতি চিন্তায় ফেলেছে জলপাইগুড়ির মানুষকে। তিস্তার দোমহনী থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত অসংরক্ষিত এলাকায় জারি করা হয়েছে লাল সতর্কতা ও সংরক্ষিত এলাকায় জারি হয়েছে হলুদ সতর্কতা।

ডুয়ার্সের ডুডুয়া, গিলান্ডি, আংরাভাসা, জলঢাকা, ডায়না সহ অন্যান্য নদীতেও বাড়ছে জল। বেশ কিছু নদী তীরবর্তী এলাকায় ঢুকে পড়েছে জল। তাতে  রীতিমতো আতঙ্কিত নদী পারের বাসিন্দারা। একাধিক এলাকা হয়ে পড়েছে জলমগ্ন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

স্বাভাবিকভাবেই ভারী বৃষ্টি হলে বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়তে পারে জলপাইগুড়ির বিভিন্ন এলাকা। এদিকে প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে। জানা গেছে, ইতিমধ্যে বিভিন্ন স্কুলগুলোকে খোলা রাখার কথা বলা হয়েছে। যাতে বন্যার কবলে পড়া মানুষজন সেখানে আশ্রয় নিতে পারে। মানুষের পাশে থাকার বার্তা দিয়েছে জলপাইগুড়ি জেলা সেচ দপ্তর।তাঁদের তরফ থেকে খোলা হয়েছে কন্ট্রোল রুম।

 

Related Articles