রাজ্যের খবর
Trending

সাধারণ মহিলা ও মহিলা কর্মীদের সুবিধার জন্য ‘ক্রেশ’ ব্যবস্থা চালু করল জলপাইগুড়ি বিডিও অফিস

Jalpaiguri BDO office has introduced 'Cresh' system for the benefit of general women to women workers

The Truth Of Bengal: উত্তরবঙ্গের চা বাগানের মহিলা শ্রমিকদের সুবিধার জন্য ক্রেশ তৈরি করে বাংলার সরকার।বাগান শ্রমিকদের পাশাপাশি, নির্মাণ শ্রমিকদের শিশুদের রাখার জন্যও ক্রেশ তৈরি করা হচ্ছে।এরমধ্যে উত্তরবঙ্গে মোট ৭০টি ক্রেশ ও ৪৩টি স্বাস্থ্যকেন্দ্র তৈরি করা হচ্ছে।  যার কাজ বেশ কিছু জায়গায় শুরু হয়েছে।এবার জলপাইগুড়ি সদর বিডিও অফিসে চালু করা হল ক্রেশ।যেখানে শিশুরা থাকতে পারবেন।কারণ এই বিডিও অফিসে আসেন আশাকর্মী, মহিলা  স্বাস্থ্যকর্মী থেকে বহু মহিলা।সবার সুবিধার জন্য রাজ্যের পঞ্চম অর্থ কমিশনের ৯ লক্ষ টাকা ব্যয়ে তৈরি করা হল এই ক্রেস। ছোটো শিশুদের জন্য খেলা ধুলার সামগ্রী ছাড়াও একটি ব্রেস্ট ফিডিং রুম রাখা হয়েছে বলে জানিয়েছেন জলপাইগুড়ির জেলাশাসক শামা পারভিন।

জলপাইগুড়ির পশ্চিম বেরুবাড়ি থেকে শুরু করে বেলাকোবা পর্যন্ত জলপাইগুড়ি সদর ব্লক। ব্লকে মোট ১৪ টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। যেখানে প্রায় সাড়ে তিন লক্ষের বেশী মানুষের বসবাস।  লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা সহ একাধিক প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য প্রত্যন্ত এলাকা থেকে মহিলারা বিডিও অফিসে আসেন।  আবার আশা কর্মী, স্বাস্থ্য কর্মী মহিলারাও তাদের সরকারি কাজের প্রয়োজনে দফতরে   আসেন। অনেক ক্ষেত্রেও ওই মহিলাদের একাংশকে তাদের  কোলের সন্তান সহ দপ্তরে আসতে দেখা যায়। আবার কাজ শেষ না হওয়া পর্যন্ত তিনি সন্তন নিয়েই বসে থাকেন। এই ঘটনা আশা কর্মীদের ক্ষেত্রেও দেখা গেছে। ওই সমস্ত মহিলাদের সুবিধা করে দেবার জন্যই ক্রেস চালু করা হলো বলে জানান হয়েছে।

সদর বিডিও দফতরের ঢোকার মুখেই ক্রেসের জন্য তৈরি করা হয়েছে। সেখানে দুটি ঘর  শিশুদের কাছে আকর্ষণীয় করে তোলার  জন্য মিকি মাউস, ডোরে মন,  ছাড়াও বিভিন্ন কার্টুনের চরিত্র দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। সেই সঙ্গে শিশুদের খেলার জন্য বাসকেট বল,ছাড়াও অন্যান্য সামগ্রী রাখা হয়েছে। ।কেন্দ্র সরকার ২০০৭ সালে ‘রাজীব গান্ধী জাতীয় ক্রেশ’ প্রকল্পের আওতায় স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে গ্রামীণ এলাকায় এই জাতীয় ক্রেশ চালু করে।পরে কেন্দ্র সহযোগিতা না করায় রাজ্যই এই কাজে এগিয়ে যাচ্ছে।