রাজ্যের খবর

সংসারের চাকা সচল রাখার লড়াই, জীবন সংগ্রামে ব্রতী সুন্দরবনের লক্ষ্মী

Sundarbans

The Truth of Bengal: এ এক অন্যরকম লড়াই। বেঁচে থাকার লড়াই। জীবন সংগ্রামের লড়াই। সংসারের জোয়াল টানতে সেই লড়াই চালাচ্ছেন সুন্দরবনের লক্ষ্মীদেবী। সুন্দরবনের অনেক মহিলাই সংসারের জন্য লড়াই চালান। তা হলে লক্ষ্মীদেবীর লড়াই আলাদা কেন? অভাবের সংসারে গ্রামের আর পাঁচজনের মতো ভাগ্যের দোষ না দিয়ে জীবন যুদ্ধে স্বামীর পাশাপাশি লড়াই চালাচ্ছেন তিনি। ভ্যান রিক্সায় সবজি সাজিয়ে এলাকায় ঘুরে ঘুরে বিক্রি করেন তিনি। যা একজন মহিলার কাছে অনেক কঠিন কাজ। আর দীর্ঘ ২০-২৫ বছর ধরে জীবন সংগ্রামের এই লড়াই করে যাচ্ছেন লক্ষ্মীদেবী।

উত্তর ২৪ পরগনা বসিরহাটের হিঙ্গলগঞ্জের ১৪ নম্বর স্যান্ডেলের বিলের বাসিন্দা লক্ষ্মীরানি গায়েন। স্বামী, দুই মেয়ে এক ছেলে নিয়ে তাঁর জগৎ। ওই গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে গৌড়েশ্বর নদী। বাঁধ লাগোয়া মাটির দেওয়াল আর খড়ের চাল দেওয়া ঘরে কোনও রকমে দিন কাটান। ছোট থেকেই সুন্দরবনের বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় চোখের সামনে দেখেছেন লক্ষ্মীদেবী। দেখেছেন সংসারের অভাব-অনটন। তবে কোন প্রতিকূলতার সঙ্গে কীভাবে লড়তে হয়, তা তিনি ভালই জানেন। আর সেই শক্তিতেই লড়ে যাচ্ছেন তিনি।

২৫ বছর ধরে ভ্যান চালিয়ে এলাকায় সবজি বিক্রি করতে করতে এখন তাঁর বয়স ৪৫। আগের মতো শক্তি নেই শরীরে। পায়ের জোরে ভ্যান চালাতে অনেকটাই পরিশ্রম করতে হয়। দিন শেষে ক্লান্তি ঘিরে ধরে। তাও থেমে থাকেন না তিনি। কষ্ট একটু লাঘব করার জন্য লক্ষ্মীদেবী স্বপ্ন দেখছেন একটি টোটো কেনার। নুন আনতে পান্তা ফুরনো সংসারে যা তাঁর কাছে লাখ টাকার স্বপ্ন। লক্ষ্মীদেবীর দিন শুরু হয় ভোর চারটেয়। সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় ফেরি করে সবজি বিক্রি করতে বেরিয়ে পড়েন। এলাকার মানুষ এখন সবাই চেনেন লক্ষ্মীদেবীকে। সারাদিন সবজি বেচে একরাশ ক্লান্তি নিয়ে সন্ধ্যায় বাড়ি ফেরা। সংসার সামলে আবার পরেরদিনের লড়াই।

Related Articles