চর থেকে মাটি কাটা নিষিদ্ধ, বোর্ডে বিজ্ঞপ্তি লাগাল পুলিশ
It is prohibited to cut soil from grass, the police posted a notice on the board

Bangla Jago Desk : ভাগীরথী নদীর চরে চাষিদের জমি থেকে মাটি কাটা নিষিদ্ধ করল প্রশাসন। রানাঘাট পুলিশ জেলার তরফে শান্তিপুর থানার পক্ষ থেকে চরের বেশ কয়েকটি জায়গায় বোর্ড ঝুলিয়ে দেওয়া হল বিজ্ঞপ্তি। যেখানে নির্দেশিকায় বলা হয়েছে, এই চর থেকে সম্পূর্ণভাবে মাটি কাটা বন্ধ। যে আইনকে অমান্য করবে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে পুলিশ-প্রশাসন। ঘটনাটি নদিয়ার শান্তিপুর নৃসিংহপুর চৌধুরিপাড়া এলাকার ভাগীরথী নদীর চর থেকে মাটি কাটাকে কেন্দ্র করে শুরু হয় রাজনৈতিক তরজা। এই ঘটনায় থানার দ্বারস্থ হন চাষিদের একাংশ।
অভিযোগ, চাষের জমি থেকে মাটি কাটার পেছনে ওই পঞ্চায়েতের প্রধান ও তাঁর পরিবারের মদত রয়েছে। সেই জায়গা থেকে মাটি কাটা আটকাতে কড়া পদক্ষেপ করে বিজ্ঞপ্তি লাগিয়ে দিল শান্তিপুর থানার পুলিশ। তবে পুলিশের বিজ্ঞপ্তি লাগানো নিয়ে আবার শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির রাজনৈতিক তরজা। তৃণমূল পরিচালিত ওই পঞ্চায়েতের প্রধান বীরেন মাহাতো জানান, তিনি পাঁচ বছর পঞ্চায়েতের সদস্য ছিলেন। পরবর্তীতে তিনি প্রধান পদে বসেছেন। এই মাটি কাটার ঘটনার সঙ্গে তিনি কোনওভাবে যুক্ত নন বলে দাবি করেছেন। বিষয়টি বিজেপি ষড়যন্ত্র বলে জানিয়েছেন।
পঞ্চায়েত প্রধানের এই বক্তব্যকে কটাক্ষ করে বিজেপির বিরোধী দলনেতা সদানন্দ হালদার জানান, শুধু শান্তিপুর নৃসিংহপুরের চৌধুরিপাড়া নয় আশপাশে অনেক এলাকায় চলছে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য। এখন বন্ধ থাকলেও বেশ কিছুদিন ধরে এই চর থেকে মাটি কেটে নিয়ে যাওয়া হয়েছে। এলাকার মানুষের সম্মিলিত প্রতিবাদে অবশেষে পুলিশ কড়া পদক্ষেপ করায় খুশি তাঁরা। তবে শুধু মাটি কাটা নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি দিলে হবে না। সেখানে কড়া নজর রাখতে হবে পুলিশের, যাতে মাটি মাফিয়ারা দৌরাত্ম্য না চালাতে পারে।
FREE ACCESS