পিতার প্রেরণায় অঙ্কনের দুর্দান্ত সাফল্য মাধ্যমিকে
Inspired by his father, he achieved great success in drawing in secondary school.

Truth of Bengal: মণ্টু সাহাজী,বসিরহাট: ২০২৫-এর মাধ্যমিক পরীক্ষায় রাজ্যজুড়ে একের পর এক কৃতী ছাত্রছাত্রী তাদের সাফল্যে চমক দিচ্ছে। সেই তালিকায় এবার যুক্ত হল বসিরহাটের টাকির বাসিন্দা অঙ্কন মন্ডলের নাম। ষষ্ঠ স্থান অধিকার করে সে শুধু পরিবারের নয়, গোটা হাসনাবাদ অঞ্চলের গর্ব হয়ে উঠেছে।
টাকি পৌরসভার রজিপুর এলাকার বাসিন্দা অঙ্কন, পেশায় শিক্ষক আদিশ কুমার মন্ডলের পুত্র। তিনি মধ্যমপুর হাই স্কুলে বাংলা বিষয়ে শিক্ষকতা করেন। অঙ্কন নিজে টাকি রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের ছাত্র। ছোটবেলা থেকেই তার পড়াশোনার প্রতি আগ্রহ ছিল প্রবল, আর তা সুনির্দিষ্ট লক্ষ্য নিয়েই — একজন চিকিৎসক হওয়া।
অঙ্কন জানিয়েছে, তার এলাকায় প্রাথমিক স্বাস্থ্য পরিষেবার চরম অভাব। চিকিৎসকের অভাবে বহু মানুষ বিনা চিকিৎসায় কষ্ট পাচ্ছেন, এমনকি অনেকে প্রাণও হারাচ্ছেন। এই অভিজ্ঞতাই তাকে প্রভাবিত করেছে ভবিষ্যতে একজন যোগ্য ডাক্তার হয়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য।
“আমার বাবার স্বপ্ন আমি ডাক্তার হই। আজ মাধ্যমিকে এই সাফল্য সেই স্বপ্নপূরণের পথে প্রথম ধাপ। বাবাই আমার অনুপ্রেরণা ও অভিভাবক, যার নিরন্তর সহযোগিতা ছাড়া এটা সম্ভব হতো না,” — বলে জানায় অঙ্কন।
পরিবারের পাশাপাশি স্কুলের শিক্ষকরাও অঙ্কনের এই কৃতিত্বে অত্যন্ত খুশি। রামকৃষ্ণ মিশনের শিক্ষকরা মনে করছেন, অঙ্কনের এই সাফল্য নতুন প্রজন্মের জন্য এক অনুপ্রেরণা।
এখন লক্ষ্য উচ্চমাধ্যমিক এবং তারপর মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা। সাফল্যের পেছনে অঙ্কনের কঠোর পরিশ্রম, পরিবার ও শিক্ষকদের সহযোগিতা, এবং নিজের লক্ষ্যপূরণের দৃঢ় ইচ্ছাশক্তি বড় ভূমিকা নিয়েছে।