রাজ্যের খবর

মুখ্যমন্ত্রীর সদর্থক ভুমিকায় উত্তরবঙ্গে শিল্পের হাওয়া

Mamata Banerjee

The Truth of Bengal: উত্তরবঙ্গের ৮ জেলায় শিল্প সম্মেলনে ২৪ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সদর্থকেই এই বিনিয়োগ প্রস্তাব। দক্ষিণ দিনাজপুরে ১০০ শয্যার সুপার স্পেশালিটি হাসপাতাল, জুট মিল, কালিম্পংয়ের অর্কিড পার্ক, মিউজিয়াম, ইথানল ইন্ডাস্ট্রি, জলপাইগুড়িতে ক্যানসার হাসপাতাল, ২৫০ শয্যার হাসপাতাল, সোলার পাওয়ার পার্ক ইত্যাদি প্রকল্পে বিনিয়োগ হবে। আগামী দু’বছরের মধ্যেই অধিকাংশ প্রকল্প চালুর লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে।

ক্ষুদ্র ও মাঝারি শিল্প, কৃষি এবং খাদ্য প্রক্রিয়াকরণ, পর্যটন, টেক্সটাইলস- ইঞ্জিনিয়ারিং, রিয়েল এস্টেট, তথ্য-প্রযুক্তি এবং উচ্চশিক্ষায় বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে শিল্প বিকাশের জন্য রাজ্য সরকারের উদ্যোগ প্রশংসনীয়। এই বিনিয়োগ প্রস্তাব উত্তরবঙ্গের অর্থনীতিকে চাঙ্গা করবে বলে মনে করা হচ্ছে। ৫০০-র বেশি শিল্প উদ্যোগপতিদের উৎসাহে উত্তরবঙ্গে বিরাট অঙ্কের শিল্পে বিনিয়োগ আসতে চলছে উত্তরে।

পাহাড় থেকে সমতলে শিক্ষাক্ষেত্রেও কয়েকশো কোটির বিনিয়োগ হতে চলেছে। আগামী দু’বছরের মধ্যেই অধিকাংশ কয়েকশো কোটির এই বড় শিল্প প্রকল্পগুলি চালুর লক্ষ্যমাত্রা স্থির করে দেওয়া হয়েছে। বর্তমান রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদাই উত্তরবঙ্গের উপর গুরুত্ব আরোপ করে এখানকার সার্বিক উন্নয়ন ও বিকাশে আগ্রহী। সেজন্যই উত্তরবঙ্গ উন্নয়ন দফতর স্থাপন করে উত্তরের সার্বিক উন্নয়নের ওপর নজর আরোপ করা হয়।

Related Articles