বসিরহাটে অনুপ্রবেশ কান্ডে গ্রেফতার ভারতীয় নাগরিক
Indian national arrested in Basirhat infiltration case

Truth of Bengal: বাংলাদেশ থেকে অবৈধভাবে এক মহিলাকে ভারতে প্রবেশ করাতে সাহায্য করার অভিযোগে এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে স্বরূপনগর থানার পুলিশ। বুধবার সকালে তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই দিন ভোররাতে স্বরূপনগরের বিথারি সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেন মধুশ্রী সাহা নামে এক মহিলা। বিএসএফ-এর ১৪৩ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা সীমান্তে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে তাকে জিজ্ঞাসাবাদ করেন। বৈধ কোনও ভিসা বা পরিচয়পত্র দেখাতে না পারায় মধুশ্রীকে আটক করে স্বরূপনগর থানার হাতে তুলে দেন।
পুলিশি জিজ্ঞাসাবাদে মধুশ্রী জানান, তিনি কলকাতার বাসিন্দা এবং কিছুদিন আগে বাংলাদেশে আত্মীয়দের বাড়িতে গিয়েছিলেন। কিন্তু দেশে ফেরার সময় তিনি বৈধ পথে না এসে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন।
তদন্তে জানা যায়, এই অনুপ্রবেশে তাকে সাহায্য করেছিল সেই অভিযুক্ত ব্যক্তি, যিনি বসিরহাট এলাকার বাসিন্দা। পুলিশের অনুমান, এই ঘটনায় একটি সংঘবদ্ধ চক্র জড়িত, যারা বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশে সাহায্য করে থাকে।