রাজ্যের খবর

কার্গিল যুদ্ধেও ডানলপ টায়ার ব্যবহার করেছিলো ভারতীয় আর্মি, ফিরে এলো অতীতের স্মৃতি

Indian Army used Dunlop tires in Kargil War, memories of the past come back

Truth of Bengal:সৌগত রায়, হুগলি: ১৯৭১ এ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে এয়ারফোর্স নিয়েছিল ডানলপ টায়ার। ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধেও ডানলপ টায়ার ব্যবহার করে ভারতীয় আর্মি। এখন বন্ধ ডানলপ। ২০২৫ এর যুদ্ধে ডানলপ রইল না।

১৯৯৮ সালে হুগলির সাহাগঞ্জের ডানলপ কারখানা ছাবারিয়া গোষ্ঠীর হাতে থাকার সময় বন্ধ হয়েছিল। ১৯৯৯ সালে কার্গিলে যু্দ্ধ লাগে ভারতের সঙ্গে পাকিস্তানের। ডানলপ কারখানাতে সেসময় একমাত্র এরো টায়ার তৈরী হত। ওটিআর বা অফ দা রোড টয়ারও তৈরী হত। যুদ্ধ বিমানে এরো টায়ার ব্যবহার হত। আবার ট্যাঙ্কার,বোফর্স কামানের জন্য ওটিআর লাগত।

ডানলপে এখন উৎপাদন বন্ধ। কিন্তু কারখানার ভিতরে টায়ার রয়েছে অনেক। প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী প্রতিরক্ষা মন্ত্রী জর্জ ফার্নান্ডেজকে নির্দেশ দেন ডানলপ থেকে সামরিক টায়ার নিয়ে যেতে। সেইমতো ভারতীয় বায়ু সেনা ডানলপ থেকে টায়ার নিয়ে যায়।

এরো টায়ার তৈরি করতেন ডানলপ শ্রমিক মধু শর্মা। তিনি বলেন, “সে সময় কারখানা বন্ধ শ্রমিকদের অবস্থা খারাপ। তা সত্ত্বেও যুদ্ধের জন্য আমরা টায়ার দিয়েছিলাম। প্রথমে শ্রমিকরা রাজি ছিল না। কিন্তু রাজ্যের তৎকালীন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত বলেছিলেন দেশের স্বার্থ আগে। তাই সেদিন কারখানার গেট খুলে টায়ার বের করে দেওয়া হয়েছিল। এয়ারফোর্সের জওয়ানরা ট্রাক ভরে টায়ার নিয়ে গিয়েছিল। আমরা গর্বিত হয়েছিলাম সরাসরি যুক্ত না হয়েও টায়ার তৈরী করে পরোক্ষভাবে যুদ্ধের শরিক হতে পেরে। তবে সেই ডানলপ কারখানার শুধু কঙ্কাল স্যার জমি তাই পড়ে আছে আর কিছুই নেই। কোন সরকার ডানলপের জন্য ভাবেনি।”

ডানলপ শ্রমিক অসীম কুমার বসু বলেন, “দেশের স্বার্থ সবার আগে আমরা দেখেছিলাম। কারখানা বন্ধ শ্রমিকরা বেতন পায় না। তা সত্ত্বেও আমরা কারখানা থেকে টায়ার দিয়েছিলাম। এয়ার ফোর্স এর বড় অফিসাররা এসে সেই টায়ার নিয়ে যান। এয়ারক্রাফটের টায়ার শুধু নয় নৌসেনার জন্য জাহাজের ভি বেল্টও যোগান দিত ডানলপ। সেই ডানলপ লিকুইডেশানে চলে যাওয়ার পর আর কিছু অবশিষ্ট নেই।আমরা চাই দেশ বাঁচুক মানুষ বাঁচুক।”

Related Articles