মালদায় উদ্বোধন দুটি পরিবেশ বান্ধব বাসের, নয়া বাস উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের
Inauguration of two eco-friendly buses in Malda, new bus by North Bengal Rashtriya Paribahan

The Truth Of Bengal: বি এস সিক্স মডেলের পরিবেশ বান্ধব দুটি বাসের আনুষ্ঠানিক উদ্বোধন। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের উদ্যোগে চালু হয় দুটি বাসের পরিষেবা।
সূত্রের খবর, প্রতিদিন একটি বাস মালদা ডিপো থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিবে। অন্যদিকে আরও একটি বাস ফারাক্কা থেকে শিলিগুড়ি যাবে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের উদ্যোগে মালদায় চালু হল দুটি বাসের পরিষেবা। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ গৌড় কন্যা টার্মিনাসে নারকেল ফাটিয়ে এবং সবুজ পতাকা দেখিয়ে বাস যাত্রা সূচনা থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার প্রাক্তন সচিব চাঁদ মোহাম্মদ।
এছাড়াও এদিন উপস্থিত ছিলেন, মালদা ডিপো ইনচার্জ মলয় কর্মকার সহ অন্যান্য আধিকারিকরা। যাত্রীদের স্বাচ্ছন্দ ও পরিষেবা এবং প্রায় দূষণমুক্ত এই বাসগুলি প্রতিদিন মালদা এবং ফারাক্কা থেকে যাত্রী নিয়ে যাবে শিলিগুড়ি।
FREE ACCESS