রাজ্যের খবর

রবীনসন স্ট্রীটের ছায়া চন্ডীতলায়, মেয়ের পচাগলা দেহ আগলে মা

Truth Of Bengal: রবীনসন স্ট্রীটের ঘটনা বহুদিন আগে ঘটে গিয়েছে। সেই স্মৃতি এখনো মানুষের মনে দাগ কেটে দেয়। আর সেই ঘটনার ছায়া এবার চন্ডীতলার কলাছড়া খানাবাটী এলাকায়। প্রতিবেশীদের মারফৎ জানা যায়, মেয়ের পচাগলা দেহ আগলে রেখেছিল মা। মৃতের নাম অরিত্রী ঘোষ, বয়স ১৪। পরিবারের সদস্য কাকা বিশ্বজিৎ ঘোষ জানান বাবা প্রভাস ঘোষের মৃত্যু হয়েছিল আগেই। মেয়ে ও মা একাই থাকত এই বাড়িতে। অরিত্রী ঘোষ জন্ম থেকেই প্রতিবন্ধী ছিল। সেইভাবে প্রতিবেশীর সাথে তাদের ভালো সম্পর্ক ছিল না। এমনকি কাকা বিশ্বজিৎ ঘোষ এর সাথেও তাদের সম্পর্ক ঠিক ছিল না। তবে পরিবারের সদস্য হওয়ার কারণে মাঝেমধ্যে বাড়ির আশপাশে আসতেন এবং খোঁজখবর নিয়ে যেতেন।

মাঝে কয়েকবার ডাক্তার দেখানোর চেষ্টা করেছিলেন এবং বাড়িতে কাজের লোক পর্যন্ত নিযুক্ত করেন কিন্তু তাতে কোনো লাভ হয়নি। বিশ্বজিৎ বাবুর কথায় মৃতের মা অর্থাৎ তার বৌদি মানসিক ভারসাম্যহীন। নিজের খেয়ালে থাকতেন, বাড়ির মূল দরজায় তালা ঝুলিয়ে রাখতো কাউকে বাড়িতে প্রবেশ করতে দিত না। আজ শুক্রবার সকালে প্রতিবেশীরা বিশ্বজিৎ বাবুকে ফোনে জানান বাড়িতে তার বৌদি কান্নাকাটি করছে এবং বাড়ি থেকে দূর্গন্ধ পাওয়া যাচ্ছে। চন্ডীতলার পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়। এরপর দেহ শ্মশানে পাঠানোর ব্যবস্থা করা হয়। এই ঘটনায় এলাকায় যেমন শোকের ছায়া নেমে এসেছে তেমনি উদ্বিগ্নতা বেড়েছে মানসিক ভারসাম্যহীন মাকে কে দেখবে এবং কি ভাবে তার দিন কাটবে।