নতুন বছরে দরাজহস্ত রাজ্য সরকার, বাড়ল এই সমস্ত শিক্ষক-শিক্ষিকাদের বেতন
In the new year, the state government has increased the salary of all these teachers

Truth of Bengal: নবান্ন থেকে সুখবর পেলেন শিশু শিক্ষা কেন্দ্র (এসএসকে) ও মাধ্যমিক শিক্ষা কেন্দ্র (এমএসকে)’র শিক্ষক-শিক্ষিকারা। রাজ্য সরকার তাঁদের ভাতা ৩ শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। স্কুল শিক্ষাদপ্তর এই মর্মে মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নতুন বর্ধিত ভাতা ফেব্রুয়ারি মাস থেকেই কার্যকর হবে।
এসএসকে’র শিক্ষকদের সহায়ক এবং শিক্ষিকাদের সহায়িকা বলা হয়ে থাকে। বর্তমানে তাঁরা পান ১১,২৫৫ টাকা। বর্ধিত ভাতা অনুসারে এখন থেকে তাঁরা পাবেন ১১,৫৯৩ টাকা। মুখ্য সহায়ক এবং সহায়িকাদের বেতন ১১,৬৩৮ টাকা থেকে বেড়ে হবে ১১,৯৮৭ টাকা।
অন্যদিকে, এমএসকে’র শিক্ষকদের সম্প্রসারক এবং শিক্ষিকাদের সম্প্রসারিকা বলা হয়। বর্তমানে এঁরা পান ১৪,৬৩২ টাকা। তা বেড়ে হবে ১৫,০৭১ টাকা। মুখ্য সম্প্রসারক এবং সম্প্রসারিকাদের বেতন ১৫,৭৫৮ টাকা থেকে বেড়ে হবে ১৬,২৩১ টাকা।
শিক্ষক-শিক্ষিকা মহলে এই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে। অনেকেই বলেছেন, নতুন বছরে রাজ্য সরকারের এই উদ্যোগ তাঁদের জীবনে সামান্য হলেও আর্থিক সুরাহা নিয়ে আসবে।