রাজ্যের মেধা তালিকায় নবম জঙ্গলমহলের অন্বেষা
Searching for 9th Jangalmahal in the merit list of the state

The Truth Of Bengal : দেবব্রত বাগ – ঝাড়গ্রাম : আই আইটি থেকে পাস করে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন ঝাড়গ্রামের অন্বেষার। অন্বেষা ঘোষের। এবার মাধ্যমিক পরীক্ষায় ৬৮৫ নম্বর পেয়ে রাজ্যের মধ্যে নবম হয়েছে অন্বেষা। ঝাড়গ্রাম শহরের রঘুনাথপুরে বাড়ি। অন্বেষার গ্রামের বাড়ি গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকে। ঝাড়গ্রাম শহরের রানি বিনোদ মঞ্জরি রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের ছাত্রী অন্বেষা ঘোষ। ঝাড়গ্রামের এই ছাত্রী রাজ্যের মধ্যে মেধা তালিকায় নবম স্থান করায় খুশি ঝাড়গ্রাম বাসি। অন্বেষার হবি আবৃত্তি, গল্পের বই পড়া। অন্বেষার বাবা অমলেন্দু ঘোষ ঝাড়গ্রাম শহরের অশোক বিদ্যাপীঠ স্কুলের অঙ্কের শিক্ষক। মা রুবি সাউ ঘোষ গৃহবধু।
প্রায় তিন মাসের মাথায় বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। আর সেই জীবনের বড় পরীক্ষায় রাজ্যের মধ্যে স্থান করতে পেরে গর্বিত মা বাবাসহ পরিবারের লোকজন।বাবা বলেন, মেয়ে বরাবরি পড়া শোনায় ভাল। ভাল ফল করবে আশা করেছিলাম। কিন্তু রাজ্যের মেধা তালিকায় নবম স্থান করায় আমরা খুব খুশি। ওঁর ইচ্ছা আইআইটি থেকে পাস করে একজন সফল ইঞ্জিনিয়ার হওয়া। এদিকে অন্বেষা জানিয়েছে, এই রেজাল্ট হওয়ায় খুব আনন্দ হচ্ছে।রাজ্যের মধ্যে নবম হব ভাবতে পারিনি। সে জানায় অঙ্ক বাবার কাছে করত।
বাকি সব বিষয়ের জন্য মাস্টার মশাই ছিলেন। তাঁদের কাছে পড়তো। তাঁর এই ফলের জন্য বাবা-মাসহ পরিবারের ও স্কুলের অবদান আছে। অন্বেষার ঠাকুরদা গত নয়দিন আগে মারা গেছেন। তারজন্য অশৌচ চলছে। দেশের বাড়ি ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানার মহুলি গ্রামে রয়েছে অন্বেষাদের পরিবার। এদিন তাঁর স্কুলে আসে ছাত্রী। অন্বেষার এই দুর্দান্ত রেজাল্টের খবর পেয়ে তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম লোকসভার প্রার্থী কালীপদ সরেন সহ তৃণমূল কর্মীরা পৌঁছে যান স্কুলে। এদিন তারা পুষ্পস্তবক, মিষ্টি সহ অন্যান্য উপহার সামগ্রী তুলে দেন অন্বেষার হাতে। তার ভবিষ্যতে আরো সাফল্য কামনা করেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের প্রার্থী কালীপদ সরেন।